Praveen Kumar Sobti Death: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত 'মহাভারত' -এর 'ভীম' প্রবীণ কুমার সোবতি
প্রয়াত জনপ্রিয় ধারাবাহিক 'মহাভারত' -এর ভীম। অভিনেতা প্রবীণ কুমার সোবতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কলকাতা: প্রয়াত জনপ্রিয় ধারাবাহিক 'মহাভারত' -এর ভীম। অভিনেতা প্রবীণ কুমার সোবতি (Praveen Kumar Sobti) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই অভিনেতা। দিল্লিতে নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
রুপোলি পর্দার থেকে দূরে নিজের দিল্লির বাড়িতেই থাকতেন অভিনেতা। তাঁর এক আত্মীয় সংবাদসংস্থা পিটিআইকে জানায়, দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যা ছিল অভিনেতার। গতকাল অর্থাৎ সোমবার রাতে বুকে ব্যথা নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বাড়িতেই চিকিৎসককে খবর দেওয়া হয়। রাত আন্দাজ ১০টা-১০.৩০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অভিনয়ে যোগ দেওয়ার আগে খেলার জগতের লোক ছিলেন প্রবীণ। তিনি হ্যামার এবং ডিসকাস থ্রো করতেন বলে জানা গিয়েছে। এশিয়ান গেমসে জিতেছিলেন ২টি সোনা, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ। এশিয়ান ও কমনওয়েলথ গেমসে পদক জিতে দেশের জন্য খ্যাতি এনেছিলেন। প্রবীণ অর্জুন পুরস্কারেও ভূষিত হন। ক্রীড়া জগতে নিজের নাম প্রতিষ্ঠার পর তিনি বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এও চাকরিও পেয়েছিলেন, কিন্তু কয়েক বছর পর প্রবীণ কুমার সোবতি অভিনয় করার জন্য মনস্থির করেন। আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল মহাভারত-এর ভীমের চরিত্রে তাঁর অভিনয়। চরিত্রটাকে এতটাই আত্মস্থ করে ফেলেছিলেন তিনি যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের নামের পাশে তিনি ভীম পরিচয়টি ব্যবহার করতে ভালোবাসতেন।
কেবল ছোটপর্দাতে নিজের অভিনয় দক্ষতাকে সীমাবদ্ধ রাখেননি প্রবীণ। ‘মহাভারত’ ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি অমিতাভ বচ্চন অভিনীত ‘শাহেনশাহ’ এবং ধর্মেন্দ্রর ‘লোহা’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ‘আজ কা অর্জুন’, ‘আজুবা’, ‘ঘায়েল’-এর মতো জনপ্রিয় ছবিতেও কাজ করেন তিনি। ২০১৩ সালে রাজনীতিতে পা রেখেছিলেন তিনি। আম আদমি পার্টির টিকিটে ভোটে লড়াই করেন প্রবীণ। রাজনীতি ও অভিনয়ের সঙ্গে যোগ থাকা সত্ত্বেও অর্থকষ্টে ভুগছিলেন অভিনেতা।
তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন অভিনেতা, পরিচালক অরুণ গোভিল।