Varun Dhawan: সাদা-কালো ছবিতে ঝলমলে অধ্যায়, অনুরাগীদের সুখবর দিলেন বরুণ
Bollywood Updates: নাতাশার সঙ্গে ছবি দিয়ে সুখবর জানালেন বরুণ।
মুম্বই: পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। অনুরাগীদের সুখবর জানালেন বলিউড তারকা বরুণ ধওয়ন (Varun Dhawan) এবং তাঁর স্ত্রী নাতাশা দালাল (Natasha Dalal)। অন্তঃসত্ত্বা নাতাশার সঙ্গে ছবি দিয়ে সুখবর জানালেন বরুণ। জীবনের নতুন অধ্যায়ের সূচনায় সকলের আশীর্বাদ চেয়েছেন। তারকাকে নিরাশ করেননি অনুরাগীরা। সুখবর পাওয়ার পর তারকা দম্পতিকে ভালবাসা এবং শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন সকলে। (Bollywood Updates)
রবিবার সোশ্যাল মিডিয়ায় সকলকে সুখবর দেন বরুণ। স্ত্রী নাতাশা এবং পোষ্যের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন, যা দেখে ঠাহর হয় বাড়ির বৈঠকখানাতেই হয়ত তোলা হয়েছে ছবিটি। ছবিতে শর্ট ড্রেসে পরিহিত নাতাশার স্ফীতোদর স্পষ্ট। তিনি দাঁড়িয়ে রয়েছেন। নাতাশর হাত ছুঁয়ে মেঝেতে হাঁটুগেড়ে বসে রয়েছেন বরুণ। সামনে ঝুঁকে, ঠোঁট ছুঁইয়ে স্পর্শ করতে চাইছেন অনাগত সন্তানকে।
বরুণ এবং নাতাশার সঙ্গে ওই ছবিতে রয়েছে তাঁদের পোষ্য 'Joey'ও। আর্মচেয়ারে বসে রয়েছে সে। দিব্যি ক্যামেরার দিকে তাকিয়েই পোজ দিয়েছে সে। সাদা-কালো, মায়ায় জড়ানো ওই ছবি দিয়ে বরুণ লেখেন, 'উই আর প্রেগন্যান্ট। আপনাদের ভালবাসা এবং আশীর্বাদ চাই'। ছবিতে প্রতিক্রিয়া জানিয়েছেন মায়ানগরীর অন্য তারকারাও।
View this post on Instagram
বরুণ সুখবর জানাতেই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান মায়ানগরীর অন্য তারকারা। তারকা দম্পতিকে শুভেচ্ছা জানান মৌনী রায়, অদিতি রাও হায়দরি, রেমো ডিসুজা, এমি জ্যাকসন, আয়ুষ্মান খুরানা, শোভিতা ধূলিপালা, কৃতি স্যানন, জাহ্নবী কপূর, আলিয়া ভট্ট, অর্জুন কপূর, কর্ণ জোহর, কিয়ারা আডবানি, মালাইকা আরোরা, বিপাশা বসু, সানিয়া মির্জা-সহ আরও অনেক।
কর্ণ জোহরের পরিচালনায় 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির মাধ্যমেই অভিনয়ে প্রবেশ বরুণের। শুভেচ্ছা জানাতে গিয়ে এদিন আবেগপ্রবণও হয়ে পড়েন কর্ণ। তিনি লেখেন, 'তামাদের দু'জন কে অফুরান ভালবাসা। তোমাদের এবং পরিবারের সকলের জন্য় খুব আনন্দ হচ্ছে। পৃথিবীর সবচেয়ে সুখের অনুভূতিতে স্বাগত জানাই'।
২০২১ সালের জানুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন বরুণ এবং নাতাশা। আলিবাগে ছিমছাম অনুষ্ঠানে বিয়ে সারেন তাঁরা। আমন্ত্রিতের তালিকায় ছিলেন মুষ্টিমেয় লোকজনই, পরিবারের সদস্যরা, কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং কর্ণ। গত মাসেই বিয়ের তিন বছর পূর্ণ হয় তাঁদের। এতটাই নিভৃতে বিয়ের প্রস্তুতি সারা হয় যে, কেউ টেরই পাননি আগেভাগে। তবে সন্তান নিয়ে লুকোছাপা করলেন না তারকা দম্পতি। সকলকে সুখবর জানালেন।