Shah Rukh Khan: 'পোস্টারে কেন নেই কিং খানের মুখ', অনুরাগীদের আবদার মেটাতে নতুন ছবি পোস্ট 'জওয়ান' শাহরুখের
Shah Rukh Khan New Picture: শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্টার, টিজার ও মুক্তির তারিখ ঘোষণার পর ট্যুইটারে অনুরাগীদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন কিং খান। শুরু করেন 'আস্ক এসআরকে'।

মুম্বই: সিনেমার প্রচার কীভাবে করতে হয় তার অত্যন্ত সুনিপুণ পদ্ধতি জানা রয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan)। সিনেমার টিজার-ট্রেলার এমনকী পোস্টার মুক্তির আগেই অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ চড়িয়ে দিতে পারেন। 'পাঠান'-এর (Pathaan) সময় দর্শক সেই প্রমাণ পেয়েছেন প্রতি পদে, এবার 'জওয়ান'-এর (Jawan) পালা। গতকাল ঘোষণা হয়েছে সিনেমা মুক্তির নতুন তারিখ (New Release Date)। প্রকাশ্যে আসে নতুন পোস্টার (New Poster)। তারপরই নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেন কিং খান (King Khan)। ক্যাপশনে ফের একবার তাক লাগিয়ে দিয়েছেন তিনি অনুরাগীদের।
'জওয়ান' পোস্টারের পর বিশেষ ছবি পোস্ট শাহরুখের
দিন কয়েক আগেই শোনা গিয়েছিল চলতি বছরে মুক্তির অপেক্ষায় থাকা শাহরুখ খানের দ্বিতীয় ছবি 'জওয়ান'-এর মুক্তি পিছিয়ে যাচ্ছে। এরপর একাধিক তারিখ ভাবা হয়েছে মুক্তির জন্য বটে, তবে অবশেষে শনিবার শাহরুখ খান নিজেই আসল মুক্তির তারিখ জানান। সঙ্গে অনুরাগীদের মনে উৎসাহ আরও বাড়াতে প্রকাশ্যে আনেন ছবির নতুন পোস্টার।
View this post on Instagram
কিং খানের ছবির নতুন পোস্টার, কিন্তু তাতে মুখ বোঝা যাচ্ছে না 'রাজা'র। একটি নীল রঙা ব্যাকগ্রাউন্ড, বিদ্যুৎ খেলে যাচ্ছে, মেঘলা আকাশ, তার ওপর থেকে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ছেন একজন। কিন্তু সেই মানুষের মুখ দেখা যাচ্ছে না। এতে খানিক হতাশ হয়ে পড়েন অনুরাগীরা। এতদিনে প্রিয় নায়কের ছবির দ্বিতীয় ঝলক পাওয়া যাচ্ছে তাতেও তারকার মুখ দেখা না গেলে ভাল লাগে? এমনকী এদিন প্রকাশ্যে আসা টিজারেও মুখ দেখা যায়নি তাঁর। ফলে সোশ্যাল মিডিয়ায় প্রিয় নায়কের কাছেই অভিযোগ-আবদারের বন্যা।
শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্টার, টিজার ও মুক্তির তারিখ ঘোষণার পর ট্যুইটারে অনুরাগীদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন কিং খান। শুরু করেন 'আস্ক এসআরকে'। সেখানেই একাধিক প্রশ্নের সঙ্গেই, একের পর এক অনুরাগীর অভিযোগ। 'কেন আপনার মুখ দেখা যাচ্ছে না'? ছবির প্রচারে যেমন সিদ্ধহস্ত তিনি, তেমনই মজার ও বুদ্ধিদীপ্ত উত্তর দিতেও তাঁর জুড়ি মেলা ভার। এমন প্রশ্ন পেলেই বাদশাহর অকপট উত্তর, 'পরিচালক ও প্রযোজক চাননি আমার ছবি দিতে, কারণ তাঁদের মতে আমার নামটাই যথেষ্ট'। কিন্তু নিজের অনুরাগীদের বড্ড ভালবাসেন তিনি। তাই তো পোস্টারে মুখ দেখাতে না পারলেও দিনের শেষে অনুরাগীদের মন ভরালেন অন্যভাবে।
গোটা সন্ধ্যার উত্তেজনা শেষে রাতে সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেওয়ার সময় নিজের একটি নতুন ছবি পোস্ট করলেন শাহরুখ। সাদা-কালো ছবিতে 'রাগেড' লুকে দেখা গেল তাঁকে। মজা করে ক্যাপশনে লিখলেন, 'আচ্ছা সকলকে ধন্যবাদ। কেউ কেউ বললেন জওয়ানের পোস্টারে আমার মুখ দেখা যাচ্ছে না... তাই মুখের ছবি এখানে দিলাম... পরিচালক ও প্রযোজককে বলবেন না। সকলকে অনেক ভালবাসা এবং আশা করছি সকলের সঙ্গে প্রেক্ষাগৃহে দেখা হবে ৭ সেপ্টেম্বর ২০২৩, ভালবাসা।' কোটি কোটি অনুরাগীর মনে পোস্টারের শোক ভুলিয়ে হাসি ফোটানোর জন্য এই কয়েকটা কথা ও ওই একটি ছবিই যথেষ্ট। শুভেচ্ছা ও ভালবাসার বন্যা কমেন্ট বক্সে।
View this post on Instagram
প্রসঙ্গত, অ্যাটলি পরিচালিত 'জওয়ান' প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল ২ জুন। কিন্তু সম্প্রতি সেই তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা। এই ছবির প্রযোজক গৌরী খান স্বয়ং। আপাতত জানুয়ারি মাসে 'পাঠান'-এর পর থেকে শাহরুখ-অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন 'জওয়ান'-এর। তাঁদের অপেক্ষার পরিমাণ খানিক বাড়ল, ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে 'জওয়ান'। ছবিতে প্রবল পরিমাণে অ্যাকশন থাকবে তা এতদিনে সকলেই জেনে গেছেন। এই ছবিতে কিং খানের সঙ্গে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার নয়নতারা ও বিজয় সেতুপতিকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে।
আরও পড়ুন: Do You Know: জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
এছাড়া চলতি বছরে শাহরুখ খানের আরও একটি ছবি মুক্তি পাবে ২০২৩ সালে। রাজকুমার হিরানির সঙ্গে এই প্রথম কাজ করছেন তিনি। ছবির নাম 'ডাঙ্কি'। তাঁর বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে।






















