Bollywood: ক্রিস্টোফার নোলানের 'Oppenheimer' দেখতে প্রেক্ষাগৃহে রণবীর ও অর্জুন, ভাইরাল ছবি
Ranbir-Arjun: অপেনহাইমারের চরিত্রে দেখা গেছে কিলিয়ান মার্ফিকে যিনি ক্রিস্টোফার নোলানের ছবিতে এই প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করলেন।
মুম্বই: 'বয়েজ নাইট আউট' (Boys Night Out)! শুক্রবার রাতে একসঙ্গে দেখা গেল অর্জুন কপূর (Arjun Kapoor) ও রণবীর কপূরকে (Ranbir Kapoor)। দুই তারকা হাজির হয়েছিলেন প্রেক্ষাগৃহে, ক্রিস্টোফার নোলানের (Christopher Nolan) নতুন ছবি 'অপেনহাইমার' (Oppenheimer) দেখতে। পাপারাৎজিদের ক্যামেরাবন্দি দুই তারকা। ছবি ও ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
'অপেনহাইমার' দেখতে গিয়ে ক্যামেরাবন্দি রণবীর-অর্জুন
সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে 'ব্রহ্মাস্ত্র' অভিনেতার প্রেক্ষাগৃহের ভিতরে বসে থাকার ছবি দিয়ে। পরনে দেখা গেল কালো স্যোয়েটশার্ট, সঙ্গে কালো টুপি। রণীরের সঙ্গে ট্যুইনিং করে কালো পোশাকে দেখা গেল অর্জুনকে। কালো হুডি পরেছিলেন তিনি। ভিডিও ও ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া ভাসে অনুরাগীদের কমেন্টে। এরপর রণবীর ও অর্জুন একসঙ্গে ডিনারও সারেন।
'অপেনহাইমার' মূলত জীবনী মূলক ছবি যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। ওপেনহাইমার যাঁকে 'পরমাণু বোমার জনক' বলা হয়, ইতিহাসে তাঁর সময়ের গল্প উঠে এসেছে ছবিতে। এমন এক সময়ের গল্প বলা হয়েছে যখন তিনি বুঝতে পারছিলেন এই পরমাণু বোমা পরীক্ষা করলে পরিবেশে আগুন ধরে যেতে পারে এবং পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এটি, তবুও তিনি বোতাম টিপে দেন।
View this post on Instagram
অপেনহাইমারের চরিত্রে দেখা গেছে কিলিয়ান মার্ফিকে যিনি ক্রিস্টোফার নোলানের ছবিতে এই প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করলেন। এর আগে তাঁকে 'ইনসেপশন', 'ব্যাটম্যান বিগিনস', 'দ্য ডার্ক নাইট', 'দ্য ডার্ক নাইট রাইজেস' ও 'ডাঙ্কার্ক'-এর মতো ছবিতে দেখা গেছে। তারকা খচিত 'অপেনহাইমার' ছবিতে অভিনয় করতে দেখা গেছে রামি মালেক, কেনেথ ব্রানা, বেনি সাফডাই, ডেন ডেহান, জ্যাক কুয়েদ, ম্যাথিউ মোদিন প্রমুখ।
অন্যদিকে রণবীর কপূরের কাজের কথা বললে, তাঁকে এরপর দেখা যাবে সন্দীপ রেড্ডি ওয়াঙ্গার 'অ্যানিম্যাল' ছবিতে। তাঁর বিপরীতে দেখা যাবে রশ্মিকা মান্দান্নাকে। ছবিতে রয়েছেন অনিল কপূর, ববি দেওলকেও। অর্জুন কপূরকে দেখা যাবে এরপর 'দ্য লেডিকিলার' ছবিতে। তাঁর বিপরীতে দেখা যাবে ভূমি পেডনেকরকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন