(Source: ECI/ABP News/ABP Majha)
Bonny Sengupta Exclusive: সরস্বতী পুজোয় সব মেয়েরা শাড়ি পরে আসত, তাই আরও সুন্দর দেখাত: বনি সেনগুপ্ত
Bonny Sengupta Exclusive: সম্প্রতি প্রয়াত হয়েছেন কৌশানির মা। বনির কথায়, 'আন্টিই পুজো অর্চনা বেশি ভালবাসতেন।' তাই এবার বাড়ির বাইরেই সরস্বতী পুজো কাটাচ্ছেন তাঁরা।
কলকাতা: শহরের ভিড় ছেড়ে এবারের সরস্বতী পুজো কাটাতে বান্ধবী কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee) এবং গোটা পরিবারের সঙ্গে মন্দারমণিতে রয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। কিন্তু ছোলবেলায় কীভাবে কাটাতেন এই বিশেষ দিনটা? জানালেন এবিপি লাইভকে (ABP Live)।
যে কোনও ছাত্রছাত্রীর কাছে স্কুলের সরস্বতী পুজোর আলাদা উন্মাদনা থাকেই। অভিনেতার কথায়, 'ছোটবেলায় বাড়ির পুজো সেরে স্কুলে ছুটতাম। প্রচণ্ড উত্তেজিত থাকতাম যে কতক্ষণে বাড়িরার পুজো শেষ করে স্কুলে যাব। কারণ ওই একটামাত্র দিন স্কুলে কোনও ইউনিফর্ম পরে যাওয়ার ব্যাপার ছিল না। ওটা একটা আলাদাই অনুভূতি ছিল। স্কুলের পুজো শেষ হওয়ার পর তো বন্ধুদের বাড়ি ছিলই। সেখানে যাওয়া, প্রসাদ খাওয়া, দুপুরের খাওয়া-দাওয়া সারা। ভীষণ মজা হত।'
বনি সেনগুপ্ত ও অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের সম্পর্কের কথা সকলেরই জানা। কিন্তু ছোটবেলার প্রেম? 'বাঙালির ভ্যালেন্টাইনস ডে'-তে এমন বিশেষ কোনও অভিজ্ঞতা আছে না কি বনির? হাসতে হাসতে অভিনেতার অকপট স্বীকারোক্তি, 'প্রেমের ঘটনা স্কুল জীবনে কম-বেশি প্রায় সকলেরই হয় বোধ হয়। সরস্বতী পুজোর দিন সব মেয়েরা শাড়ি পরে আসত, ওদের আরও সুন্দর দেখতে লাগত। তাই প্রত্যেক বছর সরস্বতী পুজোয় ইনফ্যাচুয়েশন মতো হতই। সেটা কলেজেও হত। আলাদা বছরে আলাদা মেয়েদের ভাল লাগত।'
কথায় বলে সরস্বতী পুজো না হওয়া পর্যন্ত কুল খাওয়া যায় না নাকি। কিন্তু এই সমস্ত বিশেষ মানেন না অভিনেতা। 'কুল আমি এমনিই যে বিশেষ পছন্দ করি তা নয়। তবে হ্যাঁ পুজোর দিন মা দিত, তখন খেতাম। কিন্তু ওই যে পুজোর আগে পর্যন্ত খাওয়া যায় না ওসব আমি খুব একটা মানি না।'
আরও পড়ুন: Shiboprosad Mukherjee Exclusive: সরস্বতী পুজো মানে পছন্দের মেয়েটির হাতে অঞ্জলির ফুল তুলে দেওয়া
সম্প্রতি প্রয়াত হয়েছেন কৌশানির মা। বনির কথায়, 'আন্টিই পুজো অর্চনা বেশি ভালবাসতেন।' তাই এবার বাড়ির বাইরেই সরস্বতী পুজো কাটাচ্ছেন তাঁরা। বনি, কৌশানি, ও তাঁদের গোটা পরিবার এখন মন্দারমণিতে।