'কথা বলতে, হাঁটতে পারবে না', কীভাবে বাঁচবে কোয়েল-পরমব্রতর 'বনি'?
বাঙালি এক দম্পতির সুখী জীবন আর তাঁদের প্রথম সন্তান আসার অপেক্ষা। তারপরে একটা অ্যাক্সিডেন্স বদলে দিল সবটা।
কলকাতা: বিদেশের মাটিতে রোম্যান্সে মজেছেন কোয়েল মল্লিক আর পরমব্রত চট্টোপাধ্যায়। নতুন ছবি 'বনি'-র ট্রেলারের প্রথমটা বেশ মন ভালো করাই। পরমব্রত মুখেও শোনা গেল সেই কথাই, 'আমি ভালো আছি, আমরা ভালো আছি।' বাঙালি এক দম্পতির সুখী জীবন আর তাঁদের প্রথম সন্তান আসার অপেক্ষা। তারপরে একটা অ্যাক্সিডেন্স বদলে দিল সবটা। কী করে মিলে গেল দুনিয়ার ৩ প্রান্তে থাকা ৩টে মানুষের গল্প?
মুক্তি পেল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি নতুন ছবি 'বনি'-র ট্রেলার। পুজোয় মুক্তি পাচ্ছে সুরিন্দর ফিল্মস প্রযোজিত নতুন এই ছবি। মুখ্য ভূমিকা রয়েছেন কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁরা ছাড়াও এই ছবিতে দেখা যাবে কাঞ্চন মল্লিক, জাকারি কফিন ও অন্জন দত্তকে। 'হেমলক সোসাইটি'-র পর ফের রুপোলি পর্দায় ফিরছে পরমব্রত ও কোয়েলের জুটি। ২ মিনিট ২৭ সেকেন্ডের এই ট্রেলার জুড়ে জট পাকানো রহস্য আর অতিপ্রাকৃত কার্যকলাপ। এক বিস্ময় শিশু, এক বিজ্ঞানী ও এক রোবটকে নিয়ে রহস্যের ঠাস বুনোট 'বনি'-তে।
ছবির অন্যতম আকর্ষণ অবশ্যই কোয়েল পরমব্রত জুটি। তবে ছোট্ট ঝলকে ট্রেলারে দেখা গেল আরেক জুটিকেও। কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ব্যক্তিগত টানাপোড়েনের কারণে চর্চায় উঠে এসেছিল তাঁদের বিবাহিত সম্পর্ক। কিন্তু রুপোলি পর্দায় স্বামী-স্ত্রীর ভূমিকাতেই দেখা গেল রিয়েল লাইফ এই জুটিকে।
গোটা ট্রেলার জুড়ে অ্যাকশান আর রুদ্ধশ্বাস উত্তেজনা। কোয়েলের 'আমি তো মা, সন্তানকে দানব বানানোর চেষ্টা করলে কেমন লাগে আমি জানি' সংলাপের মধ্যে ফুটে উঠেছে একজন মায়ের যন্ত্রণা।
গল্পের তিনটি অংশ। প্রথম অংশের গল্প মিলানে বসবাসকারী এর বাঙালি দম্পতিকে নিয়ে। তাঁদের সদ্যজাত ছেলের মধ্যে বিশেষ এক শক্তি অনুভব করে তাঁরা। বড় হয়ে এই শিশু বিশেষ ক্ষমতা বহন করবে এই আশঙ্কা হয় দম্পতির। কি করে সদ্যোজাত ছেলেকে রক্ষা করবে তারা? গল্পের মোড়ে রয়েছে উত্তর।
গল্পের আরও একটি অংশ বলে আমেরিকায় জন্ম নেওয়া এক বাঙালি বিজ্ঞানীর। হঠাৎ করেই সরকারের চোখে জঙ্গি হয়ে ওঠে সে। পালাতে পালাতে ইতালিতে এসে পৌঁছয় ওই বিজ্ঞানী। আর সেখানেই তার দেখা হয় যায় ওই দম্পতির সঙ্গে। তাদের সদ্যোজাতকে দেখে বিজ্ঞানীর মনে হয়, তার কাজ শুরু হল।