Ayan Mukerji on Kohli: বিরাট কোহলিকে নিজের সিনেমায় নিতে চান পরিচালক অয়ন মুখোপাধ্যায়?
Ayan Mukerji on Kohli: কাস্টিংয়ে পছন্দ নিয়ে আলোচনা ছাড়াও, রণবীর-অয়ন খেলাধুলার প্রতি তাঁদের ভালবাসার কথাও বলে। এমএস ধোনির সঙ্গে ফুটবল খেলার দিনগুলি স্মরণ করেন রণবীর কপূর।
নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' (Ayan Mukerji's Brahmastra)। গোটা টিম এখন 'গেট সেট রেডি' মোডে রয়েছে। এই প্রজেক্ট নিয়ে প্রথম থেকেই প্রচণ্ড উৎসাহিত, উত্তেজিত পরিচালক। বেশ কয়েক বছর ধরে তৈরির পর এই ছবি করোনা কাঁটা পেরিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে সেপ্টেম্বরে (September)। ছবির প্রচারও এখনও শুরু হয়নি। তবে ছবির মুখ্য অভিনেতা রণবীর কপূর (Ranbir Kapoor) ও পরিচালক অয়ন মুখোপাধ্যায় সম্প্রতি একটি ক্রিকেট ইভেন্টে (Cricket Event) হাজির হয়েছিলেন।
অয়নের জন্য প্রশ্ন
লাইভ স্ট্রিম চলাকালীন একাধিক প্রশ্ন করা হয় দু'জনকেই। সেই সময় এমনই একটি প্রশ্ন অয়নের দিকে ছুড়ে দেওয়া হয়। তাঁকে জিজ্ঞেস করা হয় যদি 'ব্রহ্মাস্ত্র'-এ ছবিতে একজন ক্রিকেটারকে অভিনয় করার জন্য নিতে হত তাহলে তিনি কার কথা ভাবতেন? তবে এই প্রশ্নে বিশেষ ভাবতে হয়নি তাঁকে। অয়ন মুখোপাধ্যায় উত্তরে বলেন, 'বিরাট কোহলি। (Virat Kohli)'
কিন্তু কেন বিরাট?
নিজের ছবিতে অভিনয়ের জন্য বিরাটকে কেন পছন্দ করবেন অয়ন? ভারতীয় স্কিপারকে কাস্ট করার কারণ হিসেবে পরিচালক বলেন, 'ক্রিকেট সম্পর্কিত সব প্রশ্নের উত্তর আমার বিরাট কোহলিই হয়। 'ব্রহ্মাস্ত্র' ছবিতে একজন সত্যিকারের মহাতারকা স্পিরিট দরকার, তাই আমি বিরাট কোহলিকে কাস্ট করব।'
আরও পড়ুন: Shah Rukh Khan: ৫৬তেও এমন চেহারা! 'পাঠান' ছবিতে শাহরুখের নয়া লুক দেখে অবাক নেট দুনিয়া
কাস্টিংয়ে পছন্দ নিয়ে আলোচনা ছাড়াও, রণবীর-অয়ন খেলাধুলার প্রতি তাঁদের ভালবাসার কথাও বলে। এমএস ধোনির সঙ্গে ফুটবল খেলার দিনগুলি স্মরণ করে রণবীর কপূর বলেন, 'আমি একবার ফুটবল খেলার সময় এমএস ধোনির কাছ থেকে অনেক কিছু শিখেছি। পুরো ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে কয়েকটি ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে এবং তারা তেমনই ভাল ফুটবল খেলোয়াড়। এমএস ধোনি একজন প্রতিভা।'
আলিয়া ভট্ট, রণবীর কপূর এবং অমিতাভ বচ্চন অভিনীত অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' প্রেক্ষাগৃহে ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে।