এক্সপ্লোর
পিছোল "ব্রহ্মাস্ত্র" মুক্তি, কেন? জেনে নিন
আগামী ২০ ডিসেম্বর "দাবাং ৩" মুক্তি পাওয়ার কথা ঘোষণা করেছেন সলমন। সম্ভবত সেই কথা ভেবেই ছবি মুক্তি পিছিয়ে দিল "ব্রহ্মাস্ত্র" টিম।

মুম্বই: লড়াইটা শেষমেশ হল না। ২০১৯-এর ক্রিসমাসে বক্সঅফিসে মুখোমুখি হওয়ার কথা ছিল "দাবাং ৩" ও "ব্রহ্মাস্ত্র"র। কিন্তু "ব্রহ্মাস্ত্র"র পরিচালক অয়ন মুখোপাধ্যায় ঘোষণা করেছেন ছবির রিলিজের তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে। আগামী ২০ ডিসেম্বর "দাবাং ৩" মুক্তি পাওয়ার কথা ঘোষণা করেছেন সলমন। সম্ভবত সেই কথা ভেবেই ছবি মুক্তি পিছিয়ে দিল "ব্রহ্মাস্ত্র" টিম। কিন্তু পোস্টে "দাবাং ৩"র কথা মোটেও উল্লেখ করা হয়নি। ইনস্টাগ্রামে এই বার্তা দিয়েছেন অয়ন।
অয়ন জানিয়েছেন,"কুম্ভে ব্রহ্মাস্ত্র ছবির লোগো মুক্তির সময় ২০১৯-এর ক্রিসমাসেই ছবি মুক্তির দিন স্থির ছিল। ভিএফএক্স টিমের কিছু কাজ শেষ করতে আরও সময় লেগে যেতে পারে, তাই সঠিক সাউন্ড ও মিউজিক পেতে গেলে আরও সময় দেওয়া দরকার। সেই কথা মাথায় রেখেই আমরা ছবি মুক্তির দিন পিছিয়ে দেওয়ার কথা ভেবেছি।" অয়ন জানিয়েছেন, ২০২০-র শুরুতে মুক্তি পেতে পারে ছবিটি। তবে নির্দিষ্ট দিন এখনও জানানো সম্ভব হচ্ছে না। ছবিটির প্রযোজনার দায়িত্বে ধর্মা প্রোডাকশন।View this post on Instagram
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















