Byomkesh: অরিন্দমের নতুন ব্যোমকেশে থাকছেন পাওলি, অর্ণ, কিঞ্জল
নতুন 'ব্যোমকেশ' আসছে, এই ঘোষণা হয়েছিল আগেই। মুখ্যভূমিকায় কে কে থাকছেন, তাও দর্শকেরা জেনে গিয়েছিলেন। তবে এবার কোন চরিত্রে কে কে থাকছেন, তা প্রকাশ করা হল প্রযোজনা সংস্থা ও পরিচালকের তরফ থেকে।
কলকাতা: নতুন 'ব্যোমকেশ' আসছে, এই ঘোষণা হয়েছিল আগেই। মুখ্যভূমিকায় কে কে থাকছেন, তাও দর্শকেরা জেনে গিয়েছিলেন। তবে এবার কোন চরিত্রে কে কে থাকছেন, তা প্রকাশ করা হল প্রযোজনা সংস্থা ও পরিচালকের তরফ থেকে। সেইসঙ্গে প্রকাশ করা হল ছবির সমস্ত চরিত্র ও সেই চরিত্রে কে কে অভিনয় করছেন তাঁদের নাম ও চরিত্রের নাম।
১১ অগাস্ট প্রেক্ষাগৃহে আসছে 'ব্যোমকেশ-হত্যামঞ্চ'। অরিন্দম শীল ও পদ্মনাভ দাশগুপ্তের (Arindam Sil and Padmanabha Dasgupta) হাত ধরে ফের পর্দায় ফিরছে সত্যান্বেষী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'বিশুপাল বধ' (‘Bishupal Bodh’) গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ব্যোমকেশ বক্সীর নতুন ছবি। ৪ বছর পরে পর্দায় ব্যোমকেশকে ফেরাচ্ছেন অরিন্দম-আবীর।
আরও পড়ুন: Aparajita Adhya: কনের সাজে রাস্তা দিয়ে দৌড়চ্ছেন অপরাজিতা আঢ্য! কেন?
এটি অরিন্দম শীল পরিচালিত চতুর্থ ব্যোমকেশ বক্সী। ১৯৭১ সালের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই গল্পকে তুলে ধরা হবে পর্দায়। গল্পের শুরু একটি নাটকের মঞ্চ থেকে। ভরা প্রেক্ষাগৃহে নাটকের মঞ্চে একটি খুন হয়। শুধুই একটা খুন? নাকি তার পিছনে লুকিয়ে রয়েছে কোনও প্রেম, চাহিদা আর বিশ্বাঘাতকতার গল্প। ঘটনার অভ্যন্তরে পৌঁছে তার আসল কারণ খুঁজে বের করবে ব্যোমকেশ। এর আগে অরিন্দম শীল পরিচালিত ৩টি ছবি ছিল 'ব্যোমকেশ পর্ব', 'ব্যোমকেশ গোত্র' ও 'হর হর ব্যোমকেশ'। প্রথমে এই ছবির নাম কেবল ব্যোমকেশ ঘোষণা করা হলেও পরে ট্যাগলাইনের মতো করে যোগ করা হয়েছে হত্যামঞ্চ কথাটি।
এই ছবিতে ব্যোমকেশের ভূমিকায় রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। সত্যবতী সোহিনী সরকার। সুহত্র মুখোপাধ্যায়কে দেখা যাবে অজিতের চরিত্রে। কিঞ্জল নন্দনকে দেখা যাবে গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র বিশুপাল-এর ভূমিকায়। অর্ণ মুখোপাধ্যায়কে দেখা যাবে ব্রজদুলালের ভূমিকায়। সুলোচনার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী পাওলি দামকে। অনুষা বিশ্বনাথনকে দেখা যাবে সোমারিয়ার ভূমিকায়। অসীম রায়চৌধুরীকে দেখা যাবে মাধব মিত্রের ভূমিকায়। পদ্মনাভ দাশগুপ্তকে দেখা যাবে প্রতুলবাবুর ভূমিকায়। লোকনাথ দে-কে দেখা যাবে কালীকিঙ্করের ভূমিকায়। পৌলমী দাসকে দেখা যাবে মালবিকার চরিত্রে।