Aparajita Adhya: কনের সাজে রাস্তা দিয়ে দৌড়চ্ছেন অপরাজিতা আঢ্য! কেন?
এদিন টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন। যাতে তাঁকে শুরুতেই দেখা যাচ্ছে কনের সাজে রাস্তা দিয়ে দৌড়তে।
কলকাতা: ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা। সমস্ত জায়গাতেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে মাতিয়ে রাখেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। তাঁর অভিব্যক্তি, তাঁর অভিনয়, তাঁর হাসি এবং তাঁর পারফরম্যান্স সমস্তই পছন্দ দর্শকদের। তাই তো নেট দুনিয়াতেই তিনি ততটাই জনপ্রিয়। আর সোশ্যাল মিডিয়ায় সক্রিয়ও থাকেন তিনি। তবে, এবার তিনি যে ভিডিও শেয়ার করেছেন, তাতে কিছু চমক লেগেছে নেট নাগরিকদের।
অপরাজিতা আঢ্যর সোস্যাল মিডিয়া পোস্ট-
এদিন টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন। যাতে তাঁকে শুরুতেই দেখা যাচ্ছে কনের সাজে রাস্তা দিয়ে দৌড়তে। আর তাতেই কিছুটা হকচকিয়ে গিয়েছেন নেট নাগরিকরা। যদিও তারপরই তাকে গানের সুরে পা মেলাতে দেখা যাচ্ছে। ভিডিও পোস্ট করে অপরাজিতা আঢ্য লিখেছেন, 'ইয়ে মেরা দিওয়ানাপন হ্যায়।'
আরও পড়ুন - The Archies: বলিউডে পা রাখতে চলেছেন সুহানা, মেয়েকে কী মনে করিয়ে দিলেন কিং খান?
অপরাজিত আঢ্যর সাম্প্রতিককালের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলেই বোঝা যাবে তিনি নাচতে কতটা ভালবাসেন। আবারও তেমনই একটা ভিডিও শেয়ার করলেন তিনি। আপাদমস্তক কালো পোশাকে নিজেকে ঢেকে 'পুকার' ছবির জনপ্রিয় গান 'কে সেরা সেরা'য় পা মেলালেন। এই গানে পর্দার মাধুরী দীক্ষিতের নাচ তো আমাদের সকলেরই প্রায় মনে আছে। এবার রিল ভিডিওয় সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা অপরাজিতার। ক্যাপশনে লিখলেন 'যখন আমি ভীষণ ক্লান্ত থাকি'। সময় পেলেই অভিনেত্রী তৈরি করেন রিল ভিডিও। বিভিন্ন অনুষ্ঠান থেকে শ্যুটিং সেটের একাধিক মুহূর্তও ক্যামেরাবন্দি করে পোস্ট করেন। আর খুব ক্লান্ত হলে কী করেন অভিনেত্রী? সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন সেই কথাও।
গত মাসের শেষের দিকে তাঁর জন্মদিন গেছে। এই প্রথমবার টেলিভিশনের সেটে কেক কাটলেন তিনি। নীল শাড়ি, খোলা চুল, জন্মদিনটা যেন আরও একটু বিশেষ হয়ে ওঠে অপরাজিতা আঢ্যের কাছে। রাতে পরিবারের সঙ্গে কেক কাটা, আর আবার ধারাবাহিকের সেটে এসেও কেক কাটেন।