(Source: ECI/ABP News/ABP Majha)
Sara Ali Khan: স্টাইল স্টেটমেন্ট সাদা-কালো, কানের দ্বিতীয় দিনে সারা যেন আশির দশকের নায়িকা
Cannes Film Festival 2023: কান ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনে সারা পরেছিলেন একটি চামোইস সাটিন ট্রেলিং স্কার্ট ও তার সঙ্গে ছিল একটি ড্র্যাপ।
কলকাতা: কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এর দ্বিতীয় দিনেও নজর কাড়লেন অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)। এদিনও তিনি বেছেছিলেন আবু জানি সন্দীপ খোসলা (Abu Jani Sandip Khosla)-র পোশাক। তবে সারার এবারের কানের থিম যেন প্যাস্টেল শেড। তাঁর এদিনের পোশাকের সেড ছিল সাদা-কালো।
সোশ্যাল মিডিয়ায় কানে নিজের সাজের বিভিন্ন ছবি শেয়ার করে নিয়েছেন সারা। কান ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনে সারা পরেছিলেন একটি চামোইস সাটিন ট্রেলিং স্কার্ট ও তার সঙ্গে ছিল একটি ড্র্যাপ। ছোট ছোট বিডস আর ক্রিস্ট্যাল দিয়ে বোনা হয়েছিল সেই মাটি ছোঁয়া স্কার্টের পাড়। সেই সঙ্গে কালো আর সাজা বিটস দিয়ে বোনা একটি হল্টার নেক ব্লাউজ পরেছিলেন সারা। গলায় ছিল সাদা কালো মুক্তোর জমকালো হার। মেসি বান আর উইঙ্কট আই লাইনারে সারা আলি খানের সাজ যেন মনে করাচ্ছিল কোনও পুরনো দিনের নায়িকাকে।
এই প্রথম কান ফিল্ম ফেস্টিভ্যালে (Cannes Film Festival 2023) পা রাখলেন সারা। প্রথমদিনের লুকেই তিনি চমকে দিয়েছিলেন সমস্ত ফ্যাশানিস্তাদের। যেখানে কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেট মানেই সবাই বিভিন্ন গাউন বেছে নেন, সেখানে ভারতীয় লেহঙ্গায় কার্যত বধূবেশে সেজেছিলেন সারা। তাঁর পোশাক থেকে যেত চলকে পড়ছে ভারতীয় আভিজাত্য। সারার এই পোশাকের পছন্দকে বেশ প্রশংসার চোখেই দেখেছেন দুনিয়ার বিভিন্ন ফ্যাশন বিশেষজ্ঞরা। কানের প্রথম দিনের জন্যও আবু জানি সন্দীপ খোসলার পোশাকই বেছেছিলেন সারা।
কানের প্রথম দিনে বেজ রঙের একটি লেহঙ্গা বেছেছিলেন সারা। তাতে ছিল সূক্ষ সাদা সুতোর কাজ। সারার লেহঙ্গার টপে ছিল পাথর, পুঁথি ও জরির কাজ। গোটা লেহঙ্গারই থিম ছিল সাদা, রুপোলি ও বেজ রঙ। মাথায় বেজ রঙেরই ভেল বা ওড়না দিয়েছিলেন সারা। এক্কেবারে ব্রাইডাল লুক। তাঁর পোশাকে ছিল সম্পূর্ণ ভারতীয় ছোঁয়া।
কাজের ক্ষেত্রে, সদ্য মুক্তি পেয়েছে সারার নতুন ছবি 'জ়রা হটকে জ়রা বাঁচকে' (Zara Hatke Zara Bachke)-র ট্রেলার। এই ছবিতে ভিকি কৌশল (Vicky Kashal)-এর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন তিনি।
আরও পড়ুন: Summer Foods:প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি
আরও পড়ুন:Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?
View this post on Instagram