এক্সপ্লোর
Advertisement
মহিলাদের অসম্মান করার কথা ভাবতেই পারি না, ঐশ্বর্যকে নিয়ে বিতর্কিত মিম প্রসঙ্গে ক্ষমা চেয়ে বললেন বিবেক
লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে সমীক্ষা এবং চূড়ান্ত ফলের সঙ্গে ঐশ্বর্যর ব্যক্তিগত জীবন সংক্রান্ত মিম শেয়ার করায় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিবেক।
মুম্বই: প্রাক্তন প্রেমিকা ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি মিম শেয়ার করার জন্য ক্ষমা চাইলেন বিবেক ওবেরয়। এই বলিউড অভিনেতা ট্যুইট মুছে দিয়েছেন। এরপর তিনি ট্যুইট করে জানিয়েছেন, ‘কখনও কখনও যেটা প্রথমে দেখে মজার ও নির্দোষ বলে মনে হয়, সেটা অন্যদের কাছে একইরকম না-ও হতে পারে। আমি গত ১০ বছর ধরে দু’হাজারেরও বেশি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত মেয়ের পাশে দাঁড়িয়েছি। আমি কোনও মহিলাকে অসম্মান করার কথা ভাবতেই পারি না। যদি একজন মহিলাও আমার শেয়ার করা মিম দেখে বিব্রত বোধ করেন, তাহলে প্রতিকারের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আমি ক্ষমা চাইছি এবং ট্যুইট মুছে দিয়েছি।’
লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে সমীক্ষা এবং চূড়ান্ত ফলের সঙ্গে ঐশ্বর্যর ব্যক্তিগত জীবন সংক্রান্ত মিম শেয়ার করায় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিবেক। তাঁকে তোপ দেগেছেন বলিউডের দুই অভিনেত্রী সোনম কপূর ও উর্মিলা মাতন্ডকরও। ‘অবমাননাকর’ ও ‘নারীবিদ্বেষী’ ট্যুইটের ব্যাখ্যা চেয়ে বিবেককে নোটিস পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশনও। এরপরেই ক্ষমা চাইলেন এই অভিনেতা। সোমবার অবশ্য তিনি দাবি করেছিলেন, মিমটি মজার। এটিকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত নয়। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। আজ অবশ্য বিবেকের বক্তব্য বদলে গেল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement