Weather Update: আগামীকাল আরও নামতে পারে তাপমাত্রার পারদ,মাঘের শুরুতে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস
ABP Ananda LIVE : পৌষ সংক্রান্তি ও মাঘের শুরুতে পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস । আগামীকাল আরও নামতে পারে তাপমাত্রার পারদ । কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে । পশ্চিমের জেলাগুলিতে ৭ ডিগ্রিতে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা । উত্তরবঙ্গের চার জেলায় আজ ঘন কুয়াশার সতর্কবার্তা।
নিয়ন্ত্রণ হারানো মালবোঝাই লরির সামনে যাত্রীবোঝাই গঙ্গাসাগরগামী বাস ! রেড রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা
সকাল সকাল কলকাতায় মারাত্মক দুর্ঘটনা। ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছিলেন বহু মানুষ। রেড রোডে চোখের সামনে ঘটল বড় দুর্ঘটনা। সোমবার, ভোরবেলা রেড রোডে একটি মাল বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটে।
মাল বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাতিস্তম্ভ ভেঙে, রেড রোডের পাঁচিলে ধাক্কা মারে। তারপর বি আর অম্বেডকরের মূর্তির সামনে চলে আসে, অল্পের জন্য রক্ষা পায় মূর্তিটি। লরির গেট কেটে আহত চালককে বের করে ময়দান থানার পুলিশ। তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি অবশ্য, গঙ্গাসাগার গামী একটি বাস সামনে এসে পড়ায় নিয়ন্ত্রণ হারায় লরিটি। বাসটিকে বাঁচাতে গিয়েই বাতিস্তম্ভে ধাক্কা মারে লরিটি।


















