CBI on censor board allegation: সেন্সর বোর্ডের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তামিল অভিনেতার, তদন্তভার নিল সিবিআই
Vishal allegation: সেন্সর বোর্ডের তিন জন অভিযুক্তসহ আর বেশ কয়েক জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এই অভিযোগপত্রে মার্লিন মানেগা, রাজন এম এবং জিজা রামদাস নামে তিন জনের নাম উল্লেখ করা হয়েছে।
কলকাতা: সেন্সর বোর্ডের বিরুদ্ধে ঘুষ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন তামিল অভিনেতা বিশাল। আর শোনা যাচ্ছে, এবার সেই ঘটনার তদন্তের ভার নিল সিবিআই। ইতিমধ্যেই নাকি সেন্সর বোর্ডের তিন জন অভিযুক্তসহ আর বেশ কয়েক জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এই অভিযোগপত্রে মার্লিন মানেগা, রাজন এম এবং জিজা রামদাস নামে তিন জনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিনেতা বিশাল অভিযোগ তুলেছিলেন সেন্সর বোর্ডের বিরুদ্ধে।গত ৩০ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বিশাল লিখেছিলেন, 'রুপোলি পর্দায় দুর্নীতির কথা শোনা যায়, কিন্তু বাস্তব জীবনে নয়। হজম হচ্ছে না। তাও যদি সেটা সরকারি অফিসে হয়, তাহলে তো আরোই মানতে পারি না। আর এমনই একটা দুর্নীতির ঘটনা ঘটেছে সেন্সর বোর্ডের মুম্বইয়ের অফিসে। আমার ছবি মার্ক অ্যান্টনি-র হিন্দি ভার্সনটির জন্য আমায় সাড়ে ৬ লাখ টাকা দিতে হয়েছে। দুই ভাগে আমায় এই টাকাটা দিতে হয়েছে। ৩ লাখ দিতে হয়েছে স্ক্রিনিংয়ের জন্য আর সাড়ে ৩ লাখ দিতে হয়েছে সার্টিফিকেট পাওয়ার জন্য। আমার কেরিয়ারে এমন অভিজ্ঞতা কখনও হয়নি। আজ আমার ছবি মুক্তির দিন ঠিক হয়ে গিয়েছিল। টাকাটা দেওয়া ছাড়া আমার আর কোনও উপায় ছিল না। আমি এই ঘটনার দিনে দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর। আমি চাই না ভবিষ্যতে আর কোনও প্রযোজকের সঙ্গে এমন হোক। এটা উচিত নয়। আমি কেবল জানতে চাই, আমার কষ্টার্জিত অর্থ দুর্নীতির নামে কোথায় যাচ্ছে! আমার কাছে এই সমস্ত ট্রানজ্যাকসনের প্রমাণ রয়েছে। আশা করি, সত্য একদিন উদঘটন হবেই।'
সেন্সর বোর্ডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন তামিল অভিনেতা বিশাল। তাঁর অভিযোগ ছিল, তাঁর নতুন ছবি মার্ক অ্যান্টনি (Mark Antony)-কে ইউএ সার্টিফিকেট দেওয়ার জন্য ৬.৫ লাখ টাকার ঘুষ চাওয়ার অভিযোগ তুলেছেন তিনি। এই ঘটনার জন্য তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-কে এই ঘটনায় পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছিলেন। সেপ্টেম্বরের ১৫ তারিখে মুক্তি পেয়েছিল এই ছবি। দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল এই ছবিটি। আর সেই ছবি নিয়ে অভিনেতার অভিযোগের ভিত্তিতে এবার তদন্ত শুরু করল সিবিআই।
আরও পড়ুন: Gadar 2 Ott Streaming: চূড়ান্ত সফল ছবি এবার আপনার হাতের মুঠোয়, ওটিটিতে আজ থেকে দেখা যাবে 'গদর ২'