Gadar 2 Ott Streaming: চূড়ান্ত সফল ছবি এবার আপনার হাতের মুঠোয়, ওটিটিতে আজ থেকে দেখা যাবে 'গদর ২'
Gadar 2 Ott Streaming from Today: প্রথম পর্ব 'গদর' ঠিক যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয় 'গদর ২'-এর গল্প। তারা সিংহ ও সাকিনার ছেলে বড় হয়েছে এবং সে হিরো হতে চায়
কলকাতা: প্রেক্ষাগৃহে ইতিমধ্যেই উল্লেখযোগ্য ব্যবসা করে ফেলেছে সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেল (Ameesha Patel) অভিনীত গদর ২ (Gadar 2)। আপাতত, উল্লেখযোগ্য ব্যবসা করা ৫টি ছবির মধ্যে রয়েছে এই হিন্দি ছবিটি। আর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল এই ছবি। আজ থেকে, জি ফাইভের (Zee Five) প্ল্যাটফর্মে দেখা যাবে এই ছবি।
প্রথম পর্ব 'গদর' ঠিক যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয় 'গদর ২'-এর গল্প। তারা সিংহ ও সাকিনার ছেলে বড় হয়েছে এবং সে হিরো হতে চায়। তারা, যে আগেও ঠিক যেমন দেশপ্রেমী ছিল, এখনও তেমনই আছে, এবং তাকে সেনাবাহিনীর প্রয়োজন সীমান্তে শত্রু মোকাবিলার জন্য এবং যুদ্ধের সময় তারা হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। তার পরিবার ধরেই নেয় যে তারা পাকিস্তানের কবলে পড়েছে এবং তার ছেলে (উৎকর্ষ শর্মা) পাকিস্তান পৌঁছয় বাবাকে ফিরিয়ে আনতে। কিন্তু সেখানে গিয়ে সে নিজেই শত্রুদের হাতে বন্দি হয় এবং তারপর তারা পাকিস্তান যায় আবার, এবার তার ছেলেকে বাঁচাতে।
এই ছবির ঘরানা সানি দেওলের চির পরিচিত এবং তারা সিংহ হিসেবে ফের পর্দায় জাদু করেছেন তিনি। প্রত্যেকবার সানি দেওলের কোনও হিরোসুলভ অ্যাক্ট বা ভারী সংলাপ দেখানো হলেই গোটা প্রেক্ষাগৃহ ফেটে পড়ে চিৎকার হাততালি উল্লাসে। আমিশা পটেলের উপস্থিতি উজ্জ্বল, অভিনয় ভাল। উৎকর্ষ শর্মা যথাযথ তবে তাঁর শেখার এখনও অনেক বাকি। সানি দেওলের সঙ্গে কাজ করা বেশ কঠিন। সিমরত কৌরও বেশ ভাল তবে তাঁর সফরও সবে শুরু হয়েছে এবং অনেকটা যেতে হবে তাঁকে এখনও। মণীশ ওয়াধওয়া, মুখ্য নেতিবাচক চরিত্রে, দুর্দান্ত অভিনয় করেছেন। পাকিস্তানি জেনারেলের চরিত্রে তিনি অনবদ্য, যা প্রায় প্রিক্যুয়েলে অমরীশ পুরীর অভিনয়ের কাছাকাছি।
আর এবার, সেই ছবি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। তারা সিং ও সাকিনার রসায়ন দেখতে এবার আর প্রেক্ষাগৃহ পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই। চূড়ান্ত সাফল্য পাওয়া এই ছবি এবার দেখা যাবে আপনার হাতের মুঠোতেই।
View this post on Instagram
আরও পড়ুন: Shraddha Kapoor: বেটিং অ্যাপ কেসে এবার ইডির তলব শ্রদ্ধা কপূরকে, তালিকায় রয়েছেন আর কে কে?