Rupankar Bagchi Update: 'বরটা বড়ই বোকা, দুনিয়াদারিতে নেহাত কাঁচা', বিতর্কের মাঝে পোস্ট রূপঙ্কর-পত্নীর
Rupankar Bagchi: এই বিতর্ক আবহে প্রথমবার জনসমক্ষে মুখ খুললেন তিনি। স্বামী 'বোকা'র মতো কাজ করেছেন বলে কবিতায় উল্লেখ চৈতালীর। 'নিজেকে নিয়ে' বাঁচতে হবে, এমনই মন্তব্য তাঁর।
কলকাতা: কে কে - রূপঙ্কর বিতর্কে (KK Rupankar Conflict) টালমাটাল রাজ্য পেরিয়ে দেশ। সোশ্যাল মিডিয়া (Social Media) তোলপাড়। গতকাল সাংবাদিক বৈঠক করে কে কে-র পরিবারের কাছে নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। আর এই আবহেই এবার সোশ্যাল মিডিয়ায় মুখ গায়ক পত্নী চৈতালী লাহিড়ি (Chaitali Lahiri)।
সোশ্যাল মিডিয়ায় চৈতালীর কবিতা
একটি ফেসবুক লাইভ এবং সেটাকে ঘিরে শুরু হওয়া বিতর্ক। যার পারদ চড়ল একটা মৃত্যুতে। 'হু ইজ কে কে?' সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলে ভিডিও পোস্ট করেন বাংলার সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী। তাঁর কথা বলার ধরনে আপত্তি তুলেছিলেন কেউ কেউ। কিন্তু তার ঠিক পরদিনই কলকাতায় অনুষ্ঠান শেষে গায়ক কে কে-র মৃত্যু সেই আপত্তিকে ক্ষোভে পরিণত করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় রূপঙ্করের পোস্ট, কটাক্ষ, তির্যক মন্তব্যের সামনে পড়তে হয় তাঁকে। এরপর গতকাল প্রেস ক্লাবে বৈঠক করে ক্ষমা চেয়ে নেন রূপঙ্কর বাগচী। সঙ্গে ছিলেন স্ত্রী চৈতালী লাহিড়ি।
এরপর আজ সকালে নিজের ফেসবুক প্রোফাইলে লম্বা একটি কবিতা লিখে পোস্ট করেন চৈতালী। যার ছত্রে ছত্রে রয়েছে হতাশা, দুঃখ, রাগ, ব্যঙ্গ। একটা গোটা কবিতায় রূপঙ্করের পোস্ট, কে কে-র মৃত্যু ও তার পরবর্তী ঘটনাবলীর কথা তুলে ধরেছেন চৈতালী। কবিতার নাম দিয়েছেন, 'রাত জাগা ভোর'। লিখেছেন, 'স্যোশাল মিডিয়া তোমার দেওয়া আ্যড্রনালিন রাশ, / ছোট্ট পরিবারের জীবনে নামিয়ে এনেছে ত্রাস। / দরকার একটা স্মার্টফোন আর মনে একরাশ ঘৃণা, / জীবনের যত না পাওয়ার যন্ত্রণা আর কিছু বাহানা। / তারপর একটা লম্বা ট্রীপ এমন নেশা কোনো / মাদকেই হয়না, উত্তেজনা উত্তেজনা---উফফ দাদা জীবনে কী পাবোনা ভুলেছি সে ভাবনা।' (অপরিবর্তিত)
এই গোটা সময়ে তাঁদের কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তাঁদের মেয়েকে কতটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে সব কথাই লিখেছেন তিনি। একইসঙ্গে ইঙ্গিতে বুঝিয়েছেন যাঁদের নিজের ভাবতেন এমন অনেকে এই দুঃসময়ে তাঁদের সঙ্গ ছেড়েছে। এই সময়ে তাঁরা মানুষ চিনেছেন বলে দাবি চৈতালীর। তবে একইসঙ্গে যাঁরা তাঁদের পাশে ছিলেন সেই কথাও বলেছেন। তবে তাঁর আশা এই পরিস্থিতি ক্ষণস্থায়ী, সাময়িক।
এই বিতর্ক আবহে প্রথমবার জনসমক্ষে মুখ খুললেন তিনি। স্বামী 'বোকা'র মতো কাজ করেছেন বলে কবিতায় উল্লেখ চৈতালীর। 'নিজেকে নিয়ে' বাঁচতে হবে, এমনই মন্তব্য তাঁর।
রূপঙ্করের বয়ান
গতকাল রূপঙ্করের বয়ানে কী লেখা ছিল? সঙ্গীতশিল্পী বললেন, 'আমার যে ভিডিও গত ক’দিন ধরে ভাইরাল হয়েছে, এখানে আসার ঠিক আগে আমি তা মুছে দিলাম। কে কে যেখানেই থাকুন, ভাল থাকুন। ব্যক্তিগতভাবে তাঁর ওপর আমার কোনও বিদ্বেষ নেই। আমার সঙ্গে কে কে-র পরিবারের কোনও যোগাযোগ নেই। তাই আমি সংবাদমাধ্যমের মাধ্যমেই তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমি গুছিয়ে ঠিক বক্তব্য বলতে না পারায় এত বিতর্ক।'