(Source: ECI/ABP News/ABP Majha)
Chanchal Chowdhury: গুরুতর অসুস্থ বাবা, হাসপাতাল থেকেই ভার্চুয়ালি 'হাওয়া'-র প্রচার চঞ্চলের
Chanchal Chowdhury for Hawa: কলকাতায় 'হাওয়া' আসছে, একেবারে কি করেই বা অনুপস্থিত থাকেন চঞ্চল চৌধুরী। প্রযোজক শ্রেয়সী সেনগুপ্তের ফোন থেকে হাসপাতালের কেবিনে বসেই সাংবাদিক সম্মেলনে হাজির রইলেন চঞ্চল
কলকাতা: আর্জেন্তিনার অন্ধ ভক্ত তিনি। ফেসবুকের পাতা খুললেই ইদানিং ভেসে উঠছিল নীল-সাদা ছবি। তার ওপর বাংলায় দুটি কাজের একসঙ্গে মুক্তি। একটি ওয়েব সিরিজ অপরটি ছবি। ওয়েব সিরিজ 'কারাগার ২' (Karagar 2) নিয়ে দর্শকদের যথেষ্ট উত্তেজনা রয়েছে। আর 'হাওয়া' (Hawa) ছবির সৌজন্যে ইতিমধ্য়েই কয়েক গুণ বেড়ে গিয়েছে চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury)-র অনুরাগীর সংখ্যা। কিন্তু এই মুহূর্তে বাংলা ছবির সাফল্যের চূড়ায় রয়েছেন যিনি, পশ্চিমবঙ্গে ছবি মুক্তির আগেই তোলপাড় তাঁর ব্যক্তিগত জীবন!
আজ কলকাতায় আয়োজন করা হয়েছিল একটি সাংবাদিক সম্মেলনের। সেখানে হাজির থাকার কথা ছিল চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury)-র। বাংলাদেশ থেকেই সরাসরি বিমানে কলকাতা আসার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাঁর বাবা রাধাগোবিন্দ চৌধুরী। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি। এখনও হাসপাতালেই রয়েছেন অভিনেতার বাবা। তাঁর বাবার বয়স প্রায় ৯০। চিকিৎসাধীন রয়েছেন তিনি।
কিন্তু কলকাতায় 'হাওয়া' আসছে, একেবারে কি করেই বা অনুপস্থিত থাকেন চঞ্চল চৌধুরী। প্রযোজক শ্রেয়সী সেনগুপ্তের ফোন থেকে হাসপাতালের কেবিনে বসেই সাংবাদিক সম্মেলনে হাজির রইলেন চঞ্চল। কেবল বাবার অত্যাধিক অসুস্থতার কারণেই কলকাতায় আসা হল না তাঁর। চলতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে 'হাওয়া' (Hawa)। ১৬ তারিখ অর্থাৎ শুক্রবার। চলচ্চিত্র উৎসবে এই ছবি দেখতে লাইন দিয়েছিল কার্যত হাজার হাজার দর্শক। প্রেক্ষাগৃহের বাইরেও কী সেই 'চঞ্চল হাওয়া' বইবে? এখনও ঠিক নেই মুক্তির দিন কলকাতায় আসতে পারবেন কি না কেন্দ্রীয় অভিনেতা। সবটাই নির্ভর করছে তাঁর বাবার স্বাস্থ্যের ওপর। আজ সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন 'হাওয়া'-র অন্যান্য কলাকুশলীরাও।
View this post on Instagram