Sera Bangali 2023 | 'একইরকমের কাজ বারবার নয়' দর্শকদের নতুন কী উপহার দিচ্ছেন 'অভিনয়ে সেরা বাঙালি' চঞ্চল চৌধুরী?
Chanchal Chowdhury: দুই বাংলার দর্শকরা খুব শিগগিরি আর কী কী পেতে চলেছেন অভিনেতা চঞ্চল চৌধুরীর থেকে ? এবিপি লাইভকে জানালেন মন খুলে।
নিবেদিতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা : বাংলাদেশের মঞ্চ, ছোটপর্দা, বড়পর্দা থেকে গান তাঁকে জনপ্রিয়তা দিয়েছে বহু আগেই। ইন্টারনেটের কল্যাণে এপার বাংলার মানুষও তাঁকে চিনেছেন, ভালওবেসেছেন অনেকে। কিন্তু ভালবাসাটা ঢেউ হয়ে পদ্মা থেকে গঙ্গার পাড়ে এসে পড়ল ওয়েব সিরিজ ‘কারাগার’এর সৌজন্যে। মুগ্ধ হয়ে দুই বাংলার বাঙালিরাই দেখল ডেভিড অ্যাডামসকে। বহুদিনের চেনা মানুষটার প্রেমেই যেন নতুন করে পড়ল বঙ্গবাসী। তারপর তাঁর জনপ্রিয়তার নৌকো পালতোলা নৌকোর মতো তরতরিয়ে এগোল 'হাওয়া'র কল্যাণে। এখন তাঁর অভিনয় দেখার জন্য মন চঞ্চল হয় দুই বাংলারই। তিনি চঞ্চল চৌধুরী ( Chanchal Chowdhury has Sera Bangali Award by ABP Ananda) । অভিনয়ক্ষেত্রে এবারের সেরা বাঙালি। দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ।
সেরা বাঙালির মঞ্চে সম্মানিত হয়ে তিনি বললেন, 'এই অনুভূতি ব্যক্ত করার নয়। আমি ভাল কথা বলতে পারি না। অভিনয়টা করি যে কোনও চরিত্রে। কৃতজ্ঞতা জানাই এবিপি আনন্দকে। কারণ এই যে সম্মান আমাকে জানানো হল, তার যোগ্যতা আমার আছে কি না আমি জানি না। '
আগামী বছর মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’। মুখ্য ভূমিকায় চঞ্চল। সেই সঙ্গে কাজ করতে চলেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ় ‘গণদেবতা’য় । কারাগান , হাওয়া দেখার পর একেবারে অন্য ধারার অভিনয় দেখতে চলেছে বাংলার দর্শক। টলিপাড়া থেকে ঘন ঘন প্রস্তাব পাচ্ছেন। তবে চরিত্র বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি কয়েকটি বিষয়ে নজর দেন। যেমন চরিত্রগুলি যেন একই ধরনের না হয়ে যায়। আগের কাজের সঙ্গে যেন নতুন কাজটি যেন ভিন্ন হয়। তাতে দর্শকরা চমকটা পান। তাই কম কাজ করি আমি'।
অভিনেতার কথায়, ' কাজ করার ইচ্ছে তো আছেই। কিন্তু ব্যাটেবলে হচ্ছে না। দুই বাংলাই এখন এক। ওটিটির কল্যাণ আমরা এখন সবাই সকলের কাজ দেখতে পাই। সেই সূত্র ধরে এখানেও আমাদের কাজ অনেকে ভালবাসছেন। আলাপ আলোচনা চলছে।' সবকিছু ঠিকঠাক চললে গণদেবতা, পদাতিকের পরও আরও আরও 'খুব তাড়াতাড়ি ' নতুনভাবে পাওয়া যাবে চঞ্চল চৌধুরীকে।
মুক্তির অপেক্ষায় চঞ্চলের নতুন ছবি ‘মনোগামি’। কলকাতাতেও কাজ নিয়ে অনেকের সঙ্গে আলোচনা চলছে। ছোটপর্দা থেকে বড় পর্দা, ওটিটি থেকে মঞ্চ, সবেতেই তাঁর অনায়াস যাতায়াত। এক সময় মঞ্চে কাজ করতেন ঘন ঘন। তবে এখন একটু কম কাজ করা হয় মঞ্চে। তবে ছোট পর্দা তাঁকে অগাধ জনপ্রিয়তা দিয়েছে। তারপর বেশ কিছু সিনেমা। তবে তিনি মনে করেন সব প্ল্যাটফর্মেই তিনি সমান স্বতঃস্ফূর্ত।
দুই বাংলার দর্শকরা খুব শিগগিরি আর কী কী পেতে চলেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী( Chanchal Chowdhury )র থেকে ? এবিপি লাইভকে জানালেন মন খুলে। দেখুন ভিডিও।