Salman Khan: সলমনের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় নয়া মোড়! হত্যার পরিকল্পনাই করা হয়েছিল নায়ককে?
Salman Khan News: এবার এই ঘটনায় আরও পাঁচ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল 'মহারাষ্ট্র কন্ট্রোল অফ অরগ্যানাইজ়ড ক্রাইম অ্যাক্ট'

কলকাতা: সলমন খানের (Salman Khan) বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় নয়া মোড়। সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি চালানোর ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যেই এই ঘটনার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই। আর এবার এই ঘটনায় আরও পাঁচ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল 'মহারাষ্ট্র কন্ট্রোল অফ অরগ্যানাইজ়ড ক্রাইম অ্যাক্ট' (MCOCA)। গত বছর ১৪ এপ্রিল ভোর পাঁচটা নাগাদ সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি চলে। ২ ব্যক্তি মোটরবাইকে চেপে এসে ঢুকে পড়ে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের চত্বরে। এখান থেকে পর পর গুলি চালানো হয় অ্যাপার্টমেন্ট লক্ষ করে। মোট ৫ রাউন্ড গুলি চলে। তাদের বিরুদ্ধে অভিযোগ ও দায়ের করা হয়।
জানা যায়, শুধু এই ২ জন নয়, এই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন আরও বেশ কয়েকজন। পাশাপাশি লরেন্স বিশ্নোই, আনমোল বিশ্নোই ও রোহিত গোধরাকে 'ওয়ান্টেড' ঘোষণা করা হয়েছিল এই ঘটনায়। কিছু দিন আগেই আনমোলকে আমেরিকা থেকে আটক করে এনে দিল্লির তদন্তকারী সংস্থা গ্রেফতার করে। এই ৫ জন অবশ্য আদালতের কাছে পাল্টা আবেদন করেছিলেন। কিন্তু আদালতে যে চার্জ গঠন করে বলা হয়েছে যে, ওই ৫ জন সলমন খানকে হত্যার পরিকল্পনা করেছিল। মুম্বই শহরে আতঙ্ক তৈরি করে নিজেদের সংগঠনের গুরুত্ব বোঝাতে চাওয়ার জন্যই এই পদক্ষেপ।
অন্যদিকে, সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নিরাপত্তা বাড়ানোর জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার থেকে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আর কোনও বাইরের মানুষ পরিচয়পত্র ছাড়া ঢুকতে পারবেন না বলেই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। বাসিন্দা ছাড়া, যে ব্যক্তিই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আসবেন, তাঁকেই প্রথমে পরিচয়পত্র দেখাতে হবে। এরপরে তিনি কার বাড়িতে যাবেন সেটা জানতে চাওয়া হবে। সেটা জেনে নিয়ে, ওই ফ্ল্যাটের বাসিন্দার বাড়িতে ফোন করে জানতে চাওয়া হবে সত্যিই ওই ব্যক্তি কাউকে দেখা করার জন্য ডেকেছেন কি না। যদি সেই বাসিন্দা রাজি হন তাঁকে ওপরে পাঠানোর জন্য, তবেই সেই অপরিচিত ব্যক্তি ওপরে যেতে পারবেন।
এর আগেও একাধিকবার হুমকি পেয়েছিলেন সলমন খান। নতুন সিনেমার শ্যুটিং ও তিনি শেষ করেছিলেন কড়া নিরাপত্তায়। বাড়িতেও একাধিক নিরাপত্তা মেনে চলেন তিনি। ব্যালকনিতে নতুন বুলেটপ্রুফ গ্লাস লাগিয়েছেন সলমন। আগে এই ব্যালকনি থেকেই অনুরাগীদের সঙ্গে দেখাসাক্ষাৎ সারতেন সলমন।






















