Chehre Box Office: দু'দিনে কত টাকার ব্যবসা করল অমিতাভ-ইমরানের 'চেহরে'?
Bollywood News: অমিতাভ বচ্চন, ইমরান হাশমি ছাড়াও মাল্টিস্টারার এই ছবিতে অভিনয় করেছেন, ক্রিস্টাল ডি'সুজা, সিদ্ধান্ত কপূর, অন্নু কপূর, ধৃতিমান চট্টোপাধ্যায়, সমীর সোনি, রঘুবীর যাদব প্রমুখ অভিনেতারা।
মুম্বই : ২৭ অগাস্ট সিনেমা হলে মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন, ইমরান হাশমি, রিয়া চক্রবর্তী অভিনীত ছবি 'চেহরে'। করোনা পরিস্থিতিতে যেখানে ছবি মুক্তির জন্য ওটিটি প্ল্যাটফর্মকেই বেছে নেওয়া হচ্ছিল। সেখানে সাহসী পদক্ষেপ নিয়ে সিনেমা হলে ছবি মুক্তির সিদ্ধান্ত নেন 'চেহরে' ছবির নির্মাতারা। পরিচালক রুমি জাফরির এই ছবির বক্স অফিস কালেকশন কেমন হয়, সেদিকে নজর ছিল নেটিজেনদের। প্রসঙ্গত, 'চেহরে' মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর। কিন্তু পরিচালক রুমি জাফরি জানিয়েছিলেন, করোনা পরিস্থিতিতে সিনেমাহল বন্ধ এবং সংক্রমণের একটা আশঙ্কা থেকেই যায়, তাই ছবি মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। গত বছরের পরিবর্তে চলতি বছর মুক্তি পায় এই ছবি। অন্যদিকে, নেটিজেনরা দাবি করেন, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু এবং প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার কারণেই মূলত পিছিয়ে যায় 'চেহরে'-র মুক্তির দিন। কারণ, এই ছবিতে অমিতাভ বচ্চন, ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন রিয়া চক্রবর্তীও।
অগাস্টে মুক্তি পাওয়া বলিউড ছবিগুলির মধ্যে দ্বিতীয় বিগ বাজেট ছবি 'চেহরে'। অমিতাভ বচ্চন, ইমরান হাশমি ছাড়াও মাল্টিস্টারার এই ছবিতে অভিনয় করেছেন ক্রিস্টাল ডি'সুজা, সিদ্ধান্ত কপূর, অন্নু কপূর, ধৃতিমান চট্টোপাধ্যায়, সমীর সোনি, রঘুবীর যাদব প্রমুখ অভিনেতারা। তাবড় তাবড় সব অভিনেতাকে নিয়ে ছবি তৈরি করেছেন রুমি জাফরি। তাই এই ছবির বক্স অফিস কালেকশন নিয়েও প্রতাশা থাকা স্বাভাবিক। জানা যাচ্ছে, প্রথম দিন ৪৫ লক্ষ এবং দ্বিতীয় দিন ৬০ লক্ষ টাকার ব্যবসা করে 'চেহরে'। সবমিলিয়ে দু’দিনে মোট ১.০৫ কোটি টাকার বক্স অফিস কালেকশন হয় এই ছবির।
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরিবর্তে তথাকথিত সিনেমা হলকেই ছবি মুক্তির মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন 'চেহরে' নির্মাতারা। সম্প্রতি সরকারের পক্ষ থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার অনুমতি পাওয়া গিয়েছে। করোনা পরিস্থিতিতে সেখানেও দর্শক আসার সম্ভাবনার বিষয়ে ঝুঁকি থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে সিনেমা হলে ছবি মুক্তির সিদ্ধান্ত যে বেশ সাহসী পদক্ষেপ, তা বলাই বাহুল্য।