New Movie: পবন চোপড়া এবার হাত ধরলেন কলকাতার পরিচালকের, শীঘ্রই আসছে নতুন ছবি
New Movie: এর আগে পবন চোপড়া একাধিক বলিউড ছবি যেমন 'কলঙ্ক', 'দিল ধড়কনে দো', 'শেরশাহ' ইত্যাদিতে অভিনয় করেছেন। সম্প্রতি ওয়েব সিরিজ 'দ্য ফ্যামিলি ম্যান' ও 'অসুর'-এ তাঁর অভিনয় বিশেষ প্রশংসা পেয়েছে।
কলকাতা: বাংলার চলচ্চিত্র নির্মাতা অনীক চৌধুরী (Aneek Chaudhuri) সম্প্রতি শেষ করলেন তাঁর নতুন ছবির কাজ। অভিনয়ে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা পবন চোপড়াকে (Pawan Chopra)। সঙ্গে ঊষা বন্দ্যোপাধ্যায় (Usha Banerjee)।
বলিউডের বিভিন্ন ছবি, সিরিজের অত্যন্ত জনপ্রিয় মুখ পবন চোপড়া। তবে বাঙালি পরিচালকের হাত ধরে কাজের সূত্রে কলকাতায় ঘুরে গেলেন সম্প্রতি। অনীক চৌধুরীর আগামী ছবির নাম 'দ্য টেল অফ এ সান্টা অ্যান্ড হিজ মথ' (The tale of a Santa and his Moth)। ছবিতে রয়েছে মাত্র দুইটি চরিত্র। অভিনয়ে পবন চোপড়া ও ঊষা বন্দ্যোপাধ্যায়।
ছবিতে ফুটে উঠবে এক বাবা-মেয়ের সম্পর্কের গল্প। পবন চোপড়াকে দেখা যাবে এক বিপত্নীকের চরিত্র। তাঁর বিয়ে হয় এক অ্যাংলো-ইন্ডিয়ান ভদ্রমহিলার সঙ্গে যিনি পরে স্বামীর সমকামিতা সম্পর্কে জানতে পারেন। ছবির অপর চরিত্রে পবনের অসুস্থ মেয়ে ঊষা।
এর আগে পবন চোপড়া একাধিক বলিউড ছবি যেমন 'কলঙ্ক', 'দিল ধড়কনে দো', 'শেরশাহ' ইত্যাদিতে অভিনয় করেছেন। সম্প্রতি ওয়েব সিরিজ 'দ্য ফ্যামিলি ম্যান' ও 'অসুর'-এ তাঁর অভিনয় বিশেষ প্রশংসা পেয়েছে।
আরও পড়ুন: Sheetal Thakur: বিক্রান্ত মেসির মন জয় করেছেন শীতল ঠাকুর! চিনুন তাঁকে
অন্যদিকে ঊষা বন্দ্যোপাধ্যায় এর আগে অনীক চৌধুরীর ছবি 'ঝরোখ'-এ অভিনয় করেছেন। ছবিটি একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেছে এবং শীঘ্রই মুক্তি পাবে।
পরিচালকের কথায়, 'কয়েক মাস আগে পবনজির সঙ্গে একটি সাধারণ আলোচনা করতে করতে ছবির কথা মাথায় এসেছিল। আমাদের মতের মিল হয় খুব, জানতাম এটা কাজ করবে। ঊষা এমন একটি চরিত্রে অভিনয় করেছেন যা অসাধারণ এবং পরিণত। এই ছবিটি এমন যা সাম্প্রতিককালে তৈরি করা আমার চলচ্চিত্রের ঘরানার থেকে বেশ আলাদা। আমি নিজেকে অন্যভাবে পেশ করতে চেয়েছিলাম এবং তা আমি আমার দর্শকদের জন্য পেরেছি।'
তিনি আরও বলেন, 'পবন চোপড়া এর আগে এমন কোনও চরিত্র করেননি যেখানে তিনি একজন সমকামী। এখানে তিনি দুর্দান্ত কাজ করেছেন। ঊষার সঙ্গে আমরা গত তিন মাস ধরে এই বিষয়ে রিহার্সাল করেছি, আলোচনা করেছি।'
গোটা ছবির শ্যুটিং হয়েছে কলকাতায়। সম্প্রতি শেষ হয়েছে কাজ।