Coke Studio Bangla: 'একলা চলো রে' দিয়েই পথ চলা শুরু, প্রত্যাশা বাড়াচ্ছে কোক স্টুডিও বাংলা
কোক স্টুডিও (Coke Studio) এর আগেই মন কেড়েছিল সঙ্গীতপ্রেমীদের। মেঠো সুরের সঙ্গে ফিউশন কিংবা বাউল থেকে বলিউড, কোক স্টুডিও-র অভিনব ক্রিয়েশনগুলি ভালোবাসে না এমন সঙ্গীতপ্রেমী বিরল।
কলকাতা: কোক স্টুডিও (Coke Studio) এর আগেই মন কেড়েছিল সঙ্গীতপ্রেমীদের। মেঠো সুরের সঙ্গে ফিউশন কিংবা বাউল থেকে বলিউড, কোক স্টুডিও-র অভিনব ক্রিয়েশনগুলি ভালোবাসে না এমন সঙ্গীতপ্রেমী বিরল। গোটা ভারতবর্ষের সঙ্গীতশিল্পীরা অংশ নিয়েছে কোক স্টুডিও রেকর্ডিং-এ। আর এবার বাংলায় পথ চলা শুরু করল কোক স্টুডিও বাংলা (Coke Studio Bangla)। প্রথম কাজ 'একলা চলো রে'-র ফিউশান ইতিমধ্যেই মন কেড়েছে সঙ্গীতপ্রেমীদের।
এর আগে ভারত ও পাকিস্তানের বিখ্যাত শিল্পীদের নিয়ে কোক স্টুডিওর অনুষ্ঠানে ভারতে অত্যন্ত জনপ্রিয় হয়েছে। কোক স্টুডিও-র বাংলার প্রথম সিজনে কোন কোন শিল্পীদের গান শোনা যাবে, এই নিয়ে সঙ্গীতপ্রেমীদের উৎসাহ তুঙ্গে। জানা গিয়েছে, বিভিন্ন প্রজন্মের একঝাঁক শিল্পীকে গান গাইতে শোনা যাবে বাংলা কোক স্টুডিও-তে। এই তালিকায় রয়েছেন, মমতাজ বেগম, বাপ্পা মজুমদার, পান্থ কানাই, দিলশাদ নাহার কণা, সামিনা চৌধুরী, মিজানের মতো তারকা শিল্পীরা। একাধিক তরুণ সম্ভাবনাময় শিল্পীদেরও সুযোগ দেওয়া হবে এই কোক স্টুডিওতে। কোক স্টুডিওর পরিবেশনের তালিকায় থাকবে সুফি, ফোক, কাওয়ালি ও শাস্ত্রীয় সঙ্গীত।
আরও পড়ুন: Ritabhari Chakraborty: একান্তে দুবাইয়ের ক্য়াফেতে ঋতাভরী, কেমন কাটছে তাঁর ছুটি?
গত ৭ ফেব্রুয়ারি ঢাকার একটি পাঁচ তারা হোটেলে কোক স্টুডিও বাংলার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম সিজনের থিম গান 'একলা চলো রে' গানটি মুক্তি পায়। এই গানটির পরিবেশনায় রয়েছেন অর্ণব, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মমতাজ বেগম, কণা, পান্থ কানাই, ঋতুরাজ, নন্দিতা, রুবায়াত, মাশা, মিজান, বগা তালেব, অনিমেষ রায় এবং শেখ ইশতিয়াক। ওইদিনই 'কোক স্টুডিও বাংলা'-র ট্রেলার মুক্তি পেয়েছে। ইতিমধ্যে কোক স্টুডিও বাংলা নামের ইউটিউব চ্যানেলও তৈরি হয়েছে। সেখান থেকে 'একলা চলো রে' শিরোনামে এই ট্রেলার আপলোড করা হয়। ইতিমধ্যেই শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীতটির কোক স্টুডিও ভার্সান। ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় মিলিয়ান ভিউ ছাড়িয়ে গিয়েছে 'একলা চলো রে'। লুপে বাজছে অর্ণব, বাপ্পা, সামিনাদের গলা। বাকি গানও কি এমনই জনপ্রিয়তা পাবে? অপেক্ষা সময়ের।