এক্সপ্লোর
Advertisement
ইরফানের মতোই মায়ের শেষযাত্রায় সামিল হতে পারেননি ঋষি কপূরও
বলিউড শোক কাটিয়ে ওঠার সময় পেল না। ইরফান খানের পর আরও এক ইন্দ্রপতন। চলে গেলেন প্রবীণ অভিনেতা ঋষি কপূর। ২৪ ঘন্টার মধ্যে দুই দিকপাল অভিনেতার প্রয়াণে শোকে মূহ্যমান চলচ্চিত্র মহল।
মুম্বই: বলিউড শোক কাটিয়ে ওঠার সময় পেল না। ইরফান খানের পর আরও এক ইন্দ্রপতন। চলে গেলেন প্রবীণ অভিনেতা ঋষি কপূর। ২৪ ঘন্টার মধ্যে দুই দিকপাল অভিনেতার প্রয়াণে শোকে মূহ্যমান চলচ্চিত্র মহল। ইরফানের পর ঋষি কপূর-দুই অভিনেতার মৃত্যুতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে শূন্যতা তৈরি হল, তা পূর্ণ হওয়ার নয়।কাকতালীয় হলেও দুজনের মৃত্যুর ক্ষেত্রে অদ্ভূত মিল অনেকেরই নজরে এসেছে।
ইরফান ও ঋষি কপূর-দুজনেই প্রায় দুই বছর ক্যানসার রোগের বিরুদ্ধে লড়াই করেছেন। ঋষি কপূর চিকিত্সার জন্য নিউইয়র্কে দীর্ঘ সময় ছিলেন। অন্যদিকে, ইরফান বেশ কিছুদিন লন্ডনে চিকিত্সার জন্য ছিলেন।
ইরফানের মৃত্যুর মাত্র চারদিন আগে তাঁর মা সইদা বেগম মারা যান। লকডাউনের কারণে ও শারীরিক অসুস্থতার জন্য মায়ের শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেননি ইরফান। ভিডিও কনফারেন্সের মাধ্যমেই মাকে শেষবারের মতো দেখেছিলেন ইরফান।
ঋষি কপূরের ক্ষেত্রেও এমনটাই হয়েছিল। তিনি তাঁর মায়ের শেষযাত্রায় থাকতে পারেননি। ২০১৮-র ১ অক্টোবর ঋষি কপূরের মা কৃষ্ণা কপূরের মৃত্যু হয়। কিন্তু ক্যানসারের চিকিত্সার জন্য ঋষি কপূরকে মায়ের অন্তিম দর্শন করতে পারেননি এবং শেষকৃত্যে সামিল হতে পারেননি। ওই সময় ঋষি কপূরের সঙ্গে তাঁর স্ত্রী নীতু কপূর ও ছেলে রণবীর কপূর আমেরিকায় ছিলেন।
ইরফান ও ঋষি কপূর-উভয়েই জীবনের প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। মৃত্যুর ২৮ দিন আগে পর্যন্ত ঋষি কপূর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। তাঁর শেষ ট্যুইট ছিল, করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থাকা স্বাস্থ্য কর্মীদের ওপর হামলার ঘটনা নিয়ে। তিনি এই ঘটনায় তীব্র অসন্তোষ ব্যক্ত করেছিলেন।
আর ইরফান তাঁর মৃত্যুর ১৭ দিন আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। ১২ এপ্রিল তাঁর শেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’ নিয়ে একটি ট্যুইট করেছিলেন ইরফান। এই একই পোস্ট তিনি শেয়ার করেছিলেন তাঁর ফেসবুক অ্যাকাউন্টেও। এই ছবিতে চম্পক নামের একটি চরিত্রে ইরফান অভিনয় করেছেন, যিনি তাঁর মেয়ের লন্ডনে গিয়ে পড়াশুনার স্বপ্নপূরণ করেন। ইরফান তাঁর শেষ পোস্টটি করেছেন সেই চরিত্র নিয়েই। যেখানে তিনি একই সঙ্গে লিখে গেলেন, “ চম্পকের মানসিক অবস্থা: অন্তর রয়েছে প্রেম, যা প্রকাশ করতে চায়।”
এছাড়াও দুই অভিনেতাই ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতেই তাঁদের কাজও চালিয়ে গিয়েছেন। ইরফানের শেষ সিনেমা তাঁর মৃত্যুর প্রায় দুই মাস আগে মুক্তি পায়। আর ঋষি কপূরের শেষ সিনেমা ‘দ্য বডি’ , তা ২০১৯-র ডিসেম্বরে মুক্তি পেয়েছিল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement