এক্সপ্লোর
Advertisement
সলমনের 'টিউবলাইট'-এ গান গাইবেন অরিজিৎ সিংহ
মুম্বই: সলমনের খানের পরবর্তী ছবি 'টিউবলাইট'-এ গান গাইবেন অরিজিৎ সিংহ। অরিজিৎ নিজেই এ কথা জানিয়েছেন।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই সলমনের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহ। তাঁদের ঠান্ডা লড়াই প্রকাশ্যে আসে। বলিউডের অন্দরের খবর, দিন কয়েক আগে কোনও এক অনুষ্ঠানে সলমন খানকে সকলের সামনে অপমান করেন গায়ক। এরপর একাধিক মাধ্যমে নিজের ব্যবহারের জন্যে ক্ষমা চাইলেও, সলমন পুরো বিষয়টা উপেক্ষা করে যান। পরে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চান অরিজিৎ। সূত্রের খবর, শোনা যায়, অরিজিৎ তাঁর কোনও ছবিতে গান করুক, তা চান না সলমন। কখনও একসঙ্গে কাজ করবেন না বলে সিদ্ধান্ত নেন সলমন।
এই বিতর্কের মাঝেই অরিজিৎ জানিয়েছেন, সলমনের আসন্ন ছবি 'টিউবলাইট'-এ গান গাইবেন তিনি। তিনি আরও বলেন, সম্প্রতি এমনটা চাউর হয়েছিল যে, আমি নাকি কখনও সলমনের ছবিতে গান গাইব না। এমন অহংকারী এবং অযাচিত মন্তব্য করার আমি কে? আমি নিজেই সলমনের খুব বড় ভক্ত। পুরোনো ঘটনা আর মনে রাখতে চাই না।
কবির খান পরিচালিত এই ছবির শ্যুটিংয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সলমনের বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন চিনা অভিনেত্রী ঝু ঝু।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement