এক্সপ্লোর
Advertisement
রাজ্য সরকার চলচ্চিত্রে ৩০ শতাংশ কর তুলে নিক, আর্জি রজনীকান্তের
চেন্নাই: সিনেমা হলের মালিক ও পরিবেশকদের দাবি মেনে তামিনলাড়ু সরকার ৩০ শতাংশ স্থানীয় কর তুলে নিক। এমনই আর্জি জানালেন তামিল ছবির সুপারস্টার রজনীকান্ত। তিনি ট্যুইট করে বলেছেন, ‘তামিল চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত লক্ষ লক্ষ মানুষের রুটি-রুজির কথা মাথায় রেখে তামিলনাড়ু সরকারকে আমাদের দাবি মেনে নেওয়ার অনুরোধ করছি।’
আসন্ন ছবি ‘কালা কারিকালান’-এর শ্যুটিং করছিলেন রজনীকান্ত। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৯ জুন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন। সেখান থেকেই ট্যুইট করে চলচ্চিত্রের উপর থেকে কর তুলে নেওয়ার দাবিতে আন্দোলনকে সমর্থন করার বার্তা দিয়েছেন রজনীকান্ত।
Keeping in mind the livelihood of Lakhs of people in the tamil film industry, I sincerely request the TN GOVT to seriously consider our plea
— Rajinikanth (@superstarrajini) July 4, 2017
জিএসটি-তে চলচ্চিত্রের উপর ২৮ শতাংশ কর চাপানো হয়েছে। এছাড়াও অতিরিক্ত ৩০ শতাংশ কর চাপিয়েছে রাজ্য সরকার। এর প্রতিবাদে সোমবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তামিলনাড়ুর প্রায় এক হাজারটি সিনেমা হল। মুখ্যমন্ত্রী কে পালানিস্বামীর সঙ্গে দেখা করেন তামিল ছবির প্রযোজকদের কাউন্সিল, দক্ষিণ ভারতীয় শিল্পীদের সংগঠন, সিনেমা হল মালিক এবং পরিবেশকদের সংগঠনের সদস্যরা। কিন্তু সেই বৈঠকে কোনও ফল না হওয়ায় তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিধানসভার চলতি অধিবেশনে চলচ্চিত্র শিল্পের সঙ্কট নিয়ে সরব হন ডিএমকে ও কংগ্রেস বিধায়করা। পুরমন্ত্রী এস পি বেলুমণি বলেছেন, সরকার সবার সমস্যা বিবেচনা করবে। অর্থমন্ত্রী ডি জয়কুমার চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে দেখা করে তাঁদের দাবি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement