এক্সপ্লোর
Advertisement
ক্যামেরার সামনে নয়, বাস্তবে করোনা-যুদ্ধে নার্সের ভূমিকায় অভিনেত্রী শিখা মালহোত্র
দিল্লির বর্ধমান মহাবীর মেডিক্যাল কলেজ ও সফদরজঙ হাসপাতালে নার্সিংয়ের ডিগ্রি রয়েছে শিখার। কাজেই এমন কঠিন সময়ে নিজের অর্জিত বিদ্যা যে কতটা কাজে লাগবে, তা বুঝেই রূপোলি পর্দা ছেড়ে আক্রান্তদের চিকিত্সার কাজে এগিয়ে এসেছেন তিনি।
মুম্বই: গ্ল্যামার জগত ছেড়ে সংকটের সময় করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হলেন অভিনেত্রী শিখা মালহোত্র। শাহরুখ খানের ‘ফ্যান’ সিনেমাতেও সংক্ষিপ্ত ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এবার নার্সের অ্যাপ্রণ পরে মুম্বইয়ের একটি হাসপাতালে রোগীদের সেবার কাজে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিলেন তিনি। দিল্লির বর্ধমান মহাবীর মেডিক্যাল কলেজ ও সফদরজঙ হাসপাতালে নার্সিংয়ের ডিগ্রি রয়েছে শিখার। কাজেই এমন কঠিন সময়ে নিজের অর্জিত বিদ্যা যে কতটা কাজে লাগবে, তা বুঝেই রূপোলি পর্দা ছেড়ে আক্রান্তদের চিকিত্সার কাজে এগিয়ে এসেছেন তিনি। শিখা বলেছেন, আমি কোভিড-১৯ আক্রান্তদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, আমার কাছে সেই উপায় রয়েছে।
ভারতে ইতিমধ্যেই করোনা-আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
তাঁর ইনস্টাগ্রাম পোস্টে শিখা বলেছেন, একজন নার্স ,একজন এন্টারটেনার হিসেবে সর্বদাই দেশের সেবার জন্য প্রস্তুত, যেখানেই হোক, যখনই হোক। অনুগ্রহ করে বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন, সরকারকে সাহায্য করুন।
যাঁদের মেডিক্যাল ডিগ্রি রয়েছে, তাঁদের অতি সংক্রামক এই রোগের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার আবেদনও জানিয়েছেন শিখা। তিনি মুম্বইয়ের যোগেশ্বরীতে বালাসাহেব ঠাকরে ট্রমা সেন্টারেও কাজ করছেন।
শিখা বলেছেন, তিনি বেশ কয়েকটি নামী হাসপাতালে আবেদন করেছিলেন। বেশ কয়েকটি হাসপাতালের সঙ্গে কথা বলার পর বালাসাহেব ঠাকরের নামাঙ্কিত হাসপাতালে কাজ করছেন। শিখার এই প্রয়াসের প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া। একজনের মন্তব্য, ম্যাডাম, আপনি প্রকৃত হিরো।
অন্য একজন বলেছেন, এটা কিন্তু অত্যন্ত সাহসী পদক্ষেপ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement