Adnan Sami: লক্ষ লক্ষ টাকা নিয়েও অনুষ্ঠান না করার অভিযোগ আদনান সামির বিরুদ্ধে, পুলিশের কাছে স্টেটাস রিপোর্ট চাইল আদালত
Adnan Sami Case: এই অনুষ্ঠান করার জন্য নাকি আদনান সামির টিমের তরফ থেকে ১৭ লক্ষ ৬২ হাজার টাকা নেওয়া হয়েছিল। তবে এরপরেই, আদনান সামির টিম যোগাযোগ করা বন্ধ করে দেয় অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে

কলকাতা: বিপাকে জনপ্রিয় গায়ক আদনান সামি (Adnan Sami), তাঁর বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ! তাঁর নামে আদালতে মামলা দায়ের হয়েছে আর পুলিশের কাছে ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে। তবে এই ঘটনাটি সদ্য নয়, ৩ বছর আগে হওয়া একটি ঘটনার তদন্তে পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে আদালত। ঘটনাটি প্রায় ৩ বছর আগের, গোয়ালিয়রে একটি শো করার কথা ছিল আদনান সামির। লাভন্যা সাক্সেনা নামে এক মহিলা, গোয়ালিয়রে একটি অনুষ্ঠান করার জন্য আদনান সামির সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ, ২৭শে ডিসেম্বর ২০২২-এ অনুষ্ঠান করার কথা ছিল আদনান সামির।
এই অনুষ্ঠান করার জন্য নাকি আদনান সামির টিমের তরফ থেকে ১৭ লক্ষ ৬২ হাজার টাকা নেওয়া হয়েছিল। তবে এরপরেই, আদনান সামির টিম যোগাযোগ করা বন্ধ করে দেয় অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে। নির্দিষ্ট দিনে অনুষ্ঠানটা হয়নি তো বটেই, শিল্পীর তরফ থেকে কোনোরকম যোগাযোগ করা হয়নি। কিছুই জানানো হয়নি যে কেন অনুষ্ঠান হবে না। এমনকি টাকা পর্যন্ত ফেরত দেওয়া হয়নি। সেই কারণেই অবশেষে শিল্পীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করতে বাধ্য হন অনুষ্ঠানের নির্মাতারা।
জানা যাচ্ছে, অনুষ্ঠানটির আয়োজক লাভন্যা সাক্সেনা টাকা ফেরত পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু গায়ক আদনান সামির দল কোনোরকম সহযোগিতা করেনি এবং টাকাও ফেরত দেয়নি। উপরন্তু, তারা অনুষ্ঠানটি করার জন্য জোর দিয়েছিল। এই ঘটনা নিয়ে আয়োজক পুলিশের কাছে গেলেও পুলিশ কোনো সহযোগিতা করেনি। এর পরে, আয়োজকের পক্ষ থেকে জেলা আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত পুলিশকে একটি নোটিশ জারি করে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে।
আরও জানা যাচ্ছে, আদনান সামির সঙ্গে অনুষ্ঠান নিয়ে একটু চুক্তি হয়েছিল। জানা গিয়েছিল, অনুষ্ঠান করার জন্য ৩২ লক্ষ টাকা নেবেন আদনান সামি। সেই মতো, অনুষ্ঠান শুরুর আগেই ১৭ লক্ষ ৬২ হাজার টাকা আগাম হিসেবে দেওয়া হয়। কথা হয়েছিল, এরপরে ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে বাকি টাকা। কিন্তু এরপরে, পারস্পরিক কিছু অসম্মতি হওয়ার জন্য অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়। অনুষ্ঠানের ডেট নিয়ে কিছু সমস্যা দেখা গিয়েছিল। ফলে অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়। আদনান সামির টিমের তরফ থেকে বারে বারে চাপ দেওয়া হয়েছিল অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। তবে সেটা সম্ভব না হওয়ায় শিল্পীর টিমের তরফ থেকে যাবতীয় যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় ও টাকা ফেরত দেওয়া হয়নি।






















