এক্সপ্লোর
মাদক-পাচারের সঙ্গে যোগ? মমতা কুলকার্নি ও তাঁর স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

থানে: আন্তর্জাতিক মাদক-পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে থানের এক জেলা আদালত এবার মমতা কুলকার্নি এবং তাঁর স্বামীর বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল। সূত্রের খবর, এইমুহূর্তে দুজনেই দেশের বাইরে রয়েছেন। বিচারপতি এইচএম পট্টবর্ধন আজ অভিনেত্রী ও তাঁর স্বামীর বিরুদ্ধে এই নোটিস জারি করেন। প্রসঙ্গত, গত বছরই সোলাহপুরে অ্যাভন লাইফসায়েন্সে তল্লাশি চালিয়ে প্রায় দু হাজার কোটি টাকা মূল্যের ১৮.৫ টন মাদক উদ্ধার করে মহারাষ্ট্র পুলিশ। পরে পুলিশ জেনেছিল ওই অ্যাভন লাইফসায়েন্স থেকে কেনিয়ার এক সংস্থায় মাদক পাচার করা হয়। সেখানেই পার্টিতে ব্যবহৃত মাদক মেথামফেটামাইন তৈরি হয়। সেই চক্রেরই মালিক হলেন মমতার স্বামী ভিকি গোস্বামী। এই ঘটনায় পুলিশ দশজনকে গ্রেফতার করে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















