Celebrities on Covid19: কোভিড পরিস্থিতিতে যৌনকর্মীদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা মানালি-অভিমুন্যর
একে করোনা, তার ওপর ইয়াস, জোড়া ধাক্কায় কার্যত বিপর্যস্ত পশ্চিমবঙ্গ। সাধারণ মানুষের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন অনেক তারকারাই। অক্সিজেন কনসেনট্রেটর থেকে শুরু করে সেফ হোম, কোভিড হাসপাতাল থেকে শুরু করে কোভিড আক্রান্তদের মানসিক স্বাস্থ্য সচেতনতা, নিজেদের মত করে উদ্যোগ নিয়েছেন অনেকেই। তবে একেবারে অন্য রাস্তায় হেঁটেছেন মানালি দে ও তাঁর স্বামী অভিমুন্য মুখোপাধ্যায়। বর্তমান করোনা পরিস্থিতিতে যৌনকর্মীদের অবস্থা নিয়ে ভাবিত তাঁরা।
কলকাতা: একে করোনা, তার ওপর ইয়াস, জোড়া ধাক্কায় কার্যত বিপর্যস্ত পশ্চিমবঙ্গ। সাধারণ মানুষের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন অনেক তারকারাই। অক্সিজেন কনসেনট্রেটর থেকে শুরু করে সেফ হোম, কোভিড হাসপাতাল থেকে শুরু করে কোভিড আক্রান্তদের মানসিক স্বাস্থ্য সচেতনতা, নিজেদের মত করে উদ্যোগ নিয়েছেন অনেকেই। তবে একেবারে অন্য রাস্তায় হেঁটেছেন মানালি দে ও তাঁর স্বামী অভিমুন্য মুখোপাধ্যায়। বর্তমান করোনা পরিস্থিতিতে যৌনকর্মীদের অবস্থা নিয়ে ভাবিত তাঁরা।
নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মানালি লিখেছেন, 'আমি ভাবছিলাম, যাঁরা যৌনকর্মী তাঁদের কোনওভাবে এই কোভিড ও কার্যত লকডাউন পরিস্থিতিতে সাহায্য করা যায় কি না। তাঁদের একজনের সঙ্গে কথা বলেছি যিনি দুর্বারের সঙ্গে যুক্ত। ওনার বক্তব্য অনুযায়ী, ওখানে খাবারের তেমন অভাব না থাকলেও টাকার অভাব রয়েছে। অনেকেই গ্রামে থাকা পরিবারের কাছে টাকা পাঠাতে পারছেন না। ওনাদের টাকার দরকার। আমরা সবাই অর্থসংগ্রহ করে যাঁদের টাকার প্রয়োজন তাঁদের হাতে টাকা তুলে দিতে পারি। যে কেউ যোগ দিতে পারেন এই উদ্যোগে।' পোস্টে মানালি তাঁর কিছু বন্ধুদেরও ট্যাগ করেছেন।
একই সুর অভিমুন্য়র গলাতেও। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আজকে আমরা সবাই খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। দল মত নির্বিশেষে আর সবচেয়ে বড় কথা, মানুষ হিসেবে সবাই নিজের সাধ্যমত চেষ্টা করছেন অপেক্ষাকৃত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর।তাদের সবাইকে ধন্যবাদ আর কুর্নিশ। কোভিড ও কার্যত লকডাউনের কারনে বিভিন্ন যৌনপল্লীর বিভিন্ন যৌনকর্মীরা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাকিদের পেশার কাজ আবার শুরু হলেও ওনারা কবে আবার জীবনের মূলস্রোতে ফিরতে পারবেন তা জানা নেই।তাই আমরা চেষ্টা করছি নিজেদের স্বল্প পুঁজি নিয়ে তাদের পাশে এই দু:সময়ে দাঁড়ানোর।' নিজের পোস্টে কিছু বন্ধুদেরও ট্যাগ করেন অভিমুন্য। আহ্বান জানান সাধারণ মানুষকেও।
এবিপি লাইভের তরফে মানালির এই উদ্যোগ নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'যৌনকর্মীদের কাছে পৌঁছে তাঁদের সঠিক সমস্যা জানাটা একটু কঠিন। আমাদের দলের সবার সঙ্গে আলোচনা হয়েছে। আগামীকাল আমরা একটা বৈঠকে বসে গোটা কাজটার পরিকল্পনা করব। তারপরে সেইমত কাজে হাত দেব।'