Cyber Vaar Review: ওয়েব সিরিজ 'সাইবার ভার'-এ ফেলুদার গল্পের হেঁয়ালির ছায়া, কতটা দাগ কাটল দর্শক মনে?
Cyber Vaar: ‘সাইবার ভার’ ওয়েব সিরিজটির কাহিনিতে দেখানো হয়েছে মুম্বই পুলিশের ওপর সাইবার হামলা হয়েছে।
পুরুষোত্তম পণ্ডিত, কলকাতা: ভুট সিলেক্টে ‘সাইবার ভার’ (Cyber Vaar) সিরিজটি দেখতে গিয়ে ফেলুদার গল্পের হেঁয়ালি মনে পড়তেই পারে দর্শকদের। ‘সাইবার ধন্ধ’ এই সিরিজের মূল বিষয়বস্তু।
‘সাইবার ভার’ ওয়েব সিরিজের গল্পের প্রেক্ষাপট-
‘সাইবার ভার’ ওয়েব সিরিজটির (Cyber Vaar Web Series) কাহিনিতে দেখানো হয়েছে মুম্বই পুলিশের ওপর সাইবার হামলা (Cyber Attack) হয়েছে। এসিপি আকাশ মালিকের সঙ্গে এথিক্যাল হাকার (Ethical Hacker), সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ অনন্যা সাইনি গুরুদায়িত্ব সামলে সাফল্যের সঙ্গে পুরো বিষয়টি নিয়ন্ত্রণে আনেন। এরপর আরও একটি ঘটনার তদন্তে দ্রুত সাফল্য পান তাঁরা। পুলিশ কমিশনার অভিমন্যু রায় তাঁদের নিয়ে তৈরি করেন সাইবার অপরাধের (Cyber Crime) তদন্তের জন্য বিশেষ একটি সেল, যার নাম দেওয়া হয় ‘ট্রেস - থ্রেট রেসপন্স অ্যান্ড সাইবার ক্রাইম এমার্জেন্সি।’
‘সাইবার ভার’ রিভিউ-
এখনও পর্যন্ত ‘সাইবার ভার’ সিজন ওয়ানের প্রথম দু’টি পর্ব প্রকাশ্যে এসেছে। প্রতি শুক্রবার সিরিজটির দু’টি করে এপিসোড মুক্তি পাবে। এই সিরিজে এসিপি আকাশ মালিকের ভূমিকায় অভিনয় করেছেন মোহিত মালিক (Mohit Malik) এবং এথিক্যাল হ্যাকার অনন্যা সাইনির ভূমিকায় অভিনয় করেছেন সনয়া ইরানি (Sanaya Irani)। এই সিরিজের হাত ধরেই ওটিটির দুনিয়ার পা রাখলেন মোহিত। কিন্তু প্রথম দু’টি পর্ব দেখেই বোঝা যাচ্ছে, অভিনয়ে তেমন ভাবে দাগ কাটতে পারেননি তিনি। সিরিজটি জুড়ে মেলোড্রামার ছড়াছড়ি। মনে হতেই পারে আপনি সিরিজ নয়, হিন্দি ধারাবাহিক দেখছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের এক্কেবারে ধারাবাহিক মার্কা বাহুল্য কানে বাজবেই। অভিনয়ে সাদামাটা সনয়া ইরানির চরিত্রটিও। মূল এই চরিত্র দু’টি বাদ দিয়ে পুলিশ কমিশনার অভিমন্যু রায়ের চরিত্রে ইন্দ্রনীল ভট্টাচার্য এবং হাউ সাহেবের ভূমিকায় অমিতাভ ঘানেকরের অভিনয় দর্শকদের নজরে পড়বে।