এক্সপ্লোর
দাবাং ছবি আমার কেরিয়ার শেষ করে দিয়েছে, বিস্ফোরক মাহি গিল

মুম্বই: অনুরাগ কাশ্যপের দেব ডি দিয়ে বলিউডে পা রেখেছিলেন। অভিনয়গুণে নজরও কেড়েছিলেন দর্শকের। কিন্তু কেরিয়ারের দৌড়ে পিছিয়ে পড়েছেন মাহি গিল। আর এ জন্য তিনি দায়ী করেছেন সলমন খানের দাবাং ছবিকে। দেব ডি-র পর মাহি গুলাল করেন। তারপর হাতে আসে দাবাং, পরিচালনায় ছিলেন অনুরাগ কাশ্যপের ভাই অভিনব। দাবাং-এর মত সুপারহিট বাণিজ্যিক ছবিতে পার্শ্বচরিত্র করেন তিনি। মাহি জানিয়েছেন, দেব ডি করার পর তিনি বহু পুরস্কার পান, অফারেরও বন্যা বইছিল। প্রযোজক, পরিচালকরা তাঁর সঙ্গে কাজ করতেও ইচ্ছুক ছিলেন। কিন্তু দাবাং-এর পর তাঁরাই চাইলেন তাঁকে পার্শ্ব চরিত্রে কাজ করাতে। মাহি বলেছেন, তাঁর ভীষণ খারাপ লেগেছিল, বুঝতে পারছিলেন না, ঠিক কী ঘটছে। তিনি ভাগ্যে বিশ্বাস করেন, মনে করেন, এমনটাই হওয়ার ছিল। দাবাং-এ কাজ করার জন্য তখন আফশোস হয়েছিল তাঁর কিন্তু এখন আর কিছু মনে হয় না। দাবাং-এ আরবাজ খানের প্রেমিকার চরিত্রে ছিলেন মাহি। ছবির সিকোয়েল দাবাং ২-তে কাজ করতে তিনি আগ্রহী ছিলেন না। কিন্তু পরিচালক আরবাজ এসে বলেন, ছবিতে তাঁর চরিত্র থাকা জরুরি। তখন আর না করেননি। ২৭ তারিখ মুক্তি পাবে মাহির ছবি সাহেব বিবি অওর গ্যাংস্টার ৩। তাঁর আশা, এই ছবি আবার তাঁকে ফিরিয়ে আনবে আলোকবৃত্তের নীচে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি





















