Dance Dance Junior: প্রতিযোগিতার মঞ্চে 'আলতা ফড়িং', 'হরগৌরী পাইস হোটেল'-এর তারকারা, পা মেলালেন নাচের ছন্দে
Dance Dance Junior Update: খুদেদের সঙ্গে তাল মিলিয়ে নাচার জন্য রীতিমতো অনুশীলন করেছেন তাঁরা। সদ্য প্রকাশ্যে এসেছে সেই প্রোমোর ঝলক। তিন বিচারকও মন খুলে প্রশংসা করেছেন এই সব পারফরমেন্সের।
কলকাতা: ধারাবাহিকের তারকারা এবার নাচের মঞ্চে। 'ডান্স ডান্স জুনিয়র'-এর মঞ্চে প্রতিযোগী যতই কমছে, ততই বাড়ছে প্রতিযোগিতার ঝাঁজ। বিচারকেরাও চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত থাকছেন। এই সপ্তাহে নাচের শো-এর মঞ্চে হাজির থাকছে ধারাবাহিকের পরিচিত মুখেরা। 'আলতা ফড়িং' ধারাবাহিক থেকে শুরু করে অন্যান্য ধারাবাহিকের তারকারাও উপস্থিত থাকবেন এই মঞ্চে।
খুদেদের সঙ্গে তাল মিলিয়ে নাচার জন্য রীতিমতো অনুশীলন করেছেন তাঁরা। সদ্য প্রকাশ্যে এসেছে সেই প্রোমোর ঝলক। তিন বিচারকও মন খুলে প্রশংসা করেছেন এই সব পারফরমেন্সের।
কিছুদিন আগেই এই মঞ্চে হাজির হয়েছিলেন সৃজিলা। ধারাবাহিক 'মন ফাগুন' (Mon Phagun)-এ নায়িকার ভূমিকায় ছিলেন সৃজলা। দর্শকদের মন জয় করেছিলেন তিনি। ধারাবাহিক শেষ হলেও কখনও ফটোশ্যুট কখনও বই লেখা, খবরের শিরোনাম হামেশাই থাকে সৃজিলার দখলে।
আরও পড়ুন: Ranbir-Alia Baby: মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন রণবীর-আলিয়া
সেই মঞ্চেরই এক খুদের বেলি ডান্স বেশ নাম করেছে। তার নাম অনুব্রত। খুদের সঙ্গে পাল্লা দিয়েই বেলি ডান্স করলেন সৃজিলা। আর নায়িকার সেই বেলি ডান্স দেখে বিচারকের আসনে থাকা দেব, মনামী ও রুক্মিণী চেয়ারের ওপর উঠে দাঁড়িয়ে পরলেন বাহবা দেওয়ার জন্য। 'মা শাহ আল্লা' গানের সঙ্গে সৃজলার সেই বেলি ডান্স কী মনে করিয়ে দিল বলিউড তারকা ক্যাটরিনা কইফ (Katrina Kaif)-কে?
এই মঞ্চে এসেছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়ও। সেই এপিসোডে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বহু অজানা কথা তুলে ধরেছিলেন।