মুক্তির সপ্তাহশেষেই এই সিনেমা হংকংয়ের বক্সঅফিসে ৭০২,০০০ ডলার ব্যবসা করেছে।
2/6
চিনের পর এবার হংকংয়ের বক্সঅফিসেও বাজিমাত আমির খানের সিনেমা ‘দঙ্গল’-এর।
3/6
নীতেশ তিওয়ারি পরিচালিত দঙ্গল গত ২৪ আগস্ট হংকং-এ মুক্তি পেয়েছিল।
4/6
প্রথম দিনেই সিনেমাটি ৮৫ হাজার ডলার ব্যবসা করে। শুক্র,শনি ও রবি-সপ্তাহ শেষের দিনগুলিতে দঙ্গল ব্যবসা করে যথাক্রমে ১০৯,০০০ ডলার, ২১৫,০০০ ডলার এবং ২১৫,০০০ ডলার। সব মিলিয়ে ৭০২,০০০ ডলার।
5/6
অপেশাদার কুস্তিগীর মহাবীর ফোগতের জীবন অবলম্বনে তৈরি এই সিনেমা। সিনেমায় তুলে ধরা হয়েছে মহাবীর কীভাবে তাঁর দুই মেয়ে গীতা ফোগত ও ববিতা কুমারীকে আন্তর্জাতিক মানের কুস্তিগীর হিসেবে গড়ে তোলেন।
6/6
ডিসনি ইন্ডিয়া, স্টুডিও, ভাইস প্রেসিডেন্ট অমৃতা পান্ডে ‘দঙ্গল’-এর সাফল্যে উচ্ছ্বসিত। এক বিবৃতিতে তিনি বলেছেন, এটা দারুন একটা সিনেমা। দেশের বাইরে এই সিনেমা আরও সাফল্য পাবে বলেই আমরা মনে করি। ভারতে মুক্তির নয়মাস পরেও দেশের বাইরে যেখানে যাচ্ছে, সেখানেই সাফল্য পাচ্ছে দঙ্গল।এমনকি, হংকংয়ের মতো স্থানও এর ব্যতিক্রম নয়। এটাই প্রমাণ করে যে, ভালো কাহিনী ও ভালোভাবে সিনেমা তৈরি করলে তা যে কোনও জায়গাতেই সাফল্য পাবে।