Dawshom Awbotaar: থ্রিলারেও প্রেম, সুর, অ্যাকশন.. সৃজিতের 'দশম অবতার'-এর ঝলকে '২২ শে শ্রাবণ' স্মৃতি
Dawshom Awbotaar Trailer: ৩ মিনিট ১৫ সেকেন্ডের এই ট্রেলারকে প্রসেনজিৎ-ময় বললে অত্যুক্তি হবে না মোটেই। তবে তার পাশাপাশি নিজের আন্দাজে নজর কেড়েছেন অনির্বাণও
কলকাতা: সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র সব পছন্দের অভিনেতা-অভিনেত্রীরা যদি এক জায়গায় থাকেন, তাহলে সেই ছবির ট্রেলার যে জমজমাট হবে.. তা বলাই বাহুল্য। টানটান থ্রিলারেও যে মনছোঁয়া সুর থাকতে পারে, প্রেমের আবেদন থাকতে পারে, আবার থাকতে পারে দুর্ধর্ষ অ্যাকশন.. সেটাই দেখিয়ে দিলেন সৃজিত। মুক্তি পেল 'দশম অবতার' (Doshom Avtaar)-এর ট্রেলার।
সৃজিতের ‘দশম অবতার’ ছবিটির মুখ্যভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), যিশু সেনগুপ্ত (Jisshu U Sengupta), জয়া আহসান (Jaya Ahsaan)। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় (Anupam Roy), রূপম ইসলাম (Rupam Islam) ও ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dashgupta)। '২২ শ্রাবণ'-এর প্রবীর রায়চৌধুরী ও 'ভিঞ্চি দা'-র বিজয় পোদ্দার, এই দুই চরিত্রকে একই গল্পে নিয়ে আসছেন সৃজিত। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলেই হয়েছে ছবির শ্যুটিং।
৩ মিনিট ১৫ সেকেন্ডের এই ট্রেলারকে প্রসেনজিৎ-ময় বললে অত্যুক্তি হবে না মোটেই। তবে তার পাশাপাশি নিজের আন্দাজে নজর কেড়েছেন অনির্বাণও। নেতিবাচক ভূমিকায় এর আগে বহুবার অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন যীশু সেনগুপ্ত। বিশেষত সৃজিতের 'জুলফিকর' ছবিতে যীশুর সাংঘাতিক অভিনয় মনে রাখার মতো। দশম অবতারেও নেতিবাচক চরিত্রে যীশু বেশ নতুন কিছু দর্শকদের উপহার দেবেন এই প্রত্যাশা করা যায় ট্রেলার দেখেই।
ট্রেলারে বলা চলে অনির্বাণের দুই রূপ দেখা গিয়েছে। একদিকে যেমন তিনি দুঁদে পুলিশ অফিসার, অন্যদিকে প্রেমিকও। এক ঝলকে জয়া ও অনির্বাণের ঘনিষ্ট মুহূর্তও নজর কেড়েছে। সব মিলিয়ে ট্রেলারেই সৃজিত দেখালেন, এই বছরের পুজোয় তাঁর ঝুলিতে কী রয়েছে।
এই ছবির লোগো প্রকাশে এসে অনির্বাণ বলেছিলেন, 'দশম অবতার ছবিটি সৃজিতদার সঙ্গে আমার নবম অবতার। ৯টা কাজ হল সৃজিতদার সঙ্গে। যখন ২২শে শ্রাবণ মুক্তি পায়, আমি তখন কলেজে পড়ি। নবীনা সিনেমায় সিনেমাটা দেখতে গিয়েছিলাম। তখনও ভাবিনি আমি চলচ্চিত্র জগতে আসব। আজ সকালে যখন বাজছিল.. 'একবার বল তোর কেউ নেই..', তখন মনে পড়ছিল, আমি সেইসময়ে যার সঙ্গে প্রেম করতাম তার কথা। সত্যিই তখন তার কেউ ছিল না। তবুও এই গানটা দিনে ৩৭-৩৮ বার শুনতাম। সবটা মিলিয়ে যেন আমার কলেজ জীবনকে ফিরে দেখা। আর এখন, আমি নিজে সেই ফ্ল্যাঞ্চাইজির একটা আকর্ষণীয় অংশ।'
আরও পড়ুন: Paayel Sarkar: পুজোর আবহে পায়েলের নতুন মিউজিক ভিডিও, পরিচালনায় রাহুল