Debasree Roy: কেমিস্ট্রি মাসি আমার কাছে ঘরে ফেরার আনন্দ
Chemistry Mashi: এই সিরিজের গল্প যেন আমাদের ঘরের সবার গল্প। বিয়ের ৩০ বছর পার করে, এক নারী যদি পঞ্চাশের কোঠায় এসে খুঁজে নিতে চান নিজের জীবনের বাঁচার নতুন মানে, ধরতে চান কোনও নতুন পথ... কতটা সহজ হয় সেটা?
কলকাতা: একসময় যিনি বড়পর্দা মাতিয়েছেন 'কলকাতার রসগোল্লা' হয়ে, তিনিই ওটিটি প্ল্যাটফর্মে পা রাখছেন, 'কেমিস্ট্রি মাসি' (Chemistry Mashi)-র চরিত্রে। এই খবর ইতিমধ্যেই সবার জানা। সৌরভ চক্রবর্তীর (Sourav Chakraborty)-র পরিচালনায় প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখছেন অভিনেত্রী দেবশ্রী রায় (Debasree Roy)। মধ্যবয়স্ক এক নারীর নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্পই বলবে এই ওয়েব সিরিজ।
এই সিরিজের গল্প যেন আমাদের ঘরের সবার গল্প। বিয়ের ৩০ বছর পার করে, এক নারী যদি পঞ্চাশের কোঠায় এসে খুঁজে নিতে চান নিজের জীবনের বাঁচার নতুন মানে, ধরতে চান কোনও নতুন পথ... কতটা সহজ হয় সেটা? পরিবার সামলে নিজেকে খুঁজে নেওয়ার সফরের গল্পই বলবে সৌরভের 'কেমিস্ট্রি মাসি'। এই সিরিজে দেবশ্রী রায়ের চরিত্রের নাম হয়েছে সুরচিতা। তিনি সিদ্ধান্ত নেন, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীকে রসায়ন পড়ানোর, তবে এক্কেবারে অন্যধারায়। সময়ের সঙ্গে সঙ্গে, তাঁর পড়ানোর ধারায় আকর্ষিত হয় অনেকেই। জনপ্রিয়তা বাড়ে কেমিস্ট্রি মাসির। ধীরে ধীরে প্রবেশিকা পরীক্ষার জন্যও পড়ানো শুরু করেন তিনি। তবে এই জনপ্রিয়তার পথ কুসুমাস্তীর্ণ ছিল না 'কেমিস্টি মাসি'-র জন্য। তাঁর জীবন বদলে দেয় এই জনপ্রিয়তাই। পরিবার থেকে শুরু করে বাইরের জগত.. বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়তে থাকেন সুচরিতা। প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও জড়িয়ে যায় তাঁর নামের সঙ্গে। এই পরিস্থিতি থেকে কীভাবে উত্তর পাবেন সুচরিতা, সেই গল্পই বলবে এই সিরিজ।
ওটিট প্ল্যাটফর্মে প্রথম কাজ ও 'কেমিস্ট্রি মাসি'-র অভিজ্ঞতা নিয়ে দেবশ্রী রায় বলছেন, 'এতদিন পরে লাইটস-ক্যামেরা -অ্যাকশনের দুনিয়ায় ফেরা আমার জন্য ঠিক অনেকদিন পরে বাড়ি ফেরার মতোই ভাললাগার। 'কলকাতার রসগোল্লা' থেকে 'কেমিস্ট্রি মাসি', এই সফরটা আমার মনে থাকবে চিরকাল। আমার কাজ, আমার অভিনয় আমার কাছে চিরকালই প্রাধান্য পেয়েছে। ওটা আমার ভালবাসা। আমি চেষ্টা করেছি যখন যা চরিত্র পেয়েছি সেটাকে প্রাণ ঢেলে ফুটিয়ে তুলতে। আশা করি এই চরিত্রটাও মানুষের ভাল লাগবে। আর ওটিটি প্ল্যাটফর্মে এটা আমার প্রথম কাজ। আর তাই, আমার জন্য ভীষণ আলাদা হয়ে থাকবে 'কেমিস্ট্রি মাসি'। প্রযোজনা সংস্থাকে ধন্যবাদ এই সুযোগটা আমায় করে দেওয়ার জন্য।'
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।