Debina Bonnerjee Birthday: স্ত্রী দেবিনার জন্মদিনে ভালবাসায় ভরা শুভেচ্ছাবার্তা গুরমিত চৌধুরির
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা গুরমিত চৌধুরি। প্রত্যেকটি ছবিই স্ত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপনের।
মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ের (Debina Bonnerjee)। সদ্য় কয়েকদিন আগেই প্রথমবার মা হয়েছেন তিনি। তাই এই বছরের জন্মদিন তাঁর কাছে অনেক বেশি স্পেশাল। স্ত্রীর জন্মদিন উপলক্ষে ভালোবাসায় ভরা শুভেচ্ছাবার্তা দিলেন অভিনেতা গুরমিত চৌধুরি (Gurmeet Choudhary)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন জন্মদিন (Debina Bonnerjee Birthday) পালনের একাধিক ছবিও।
দেবিনার জন্মদিনে গুরমিতের শুভেচ্ছাবার্তা-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা গুরমিত চৌধুরি। প্রত্যেকটি ছবিই স্ত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপনের। কোনও ছবিতে দেখা যাচ্ছে তিনি কেক কাটছেন। আবার কোনও ছবিতে স্ত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন গুরমিত। ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'শুভ জন্মদিন জানাই আমার গোটা বিশ্বকে। আমার প্রথম ভালোবাসা। আমার স্ত্রী। আর এখন আমার সন্তানের মা। একসঙ্গে জীবনের এত পথ পেরিয়ে আসার জন্য অন্যরকম অনুভূতি হচ্ছে। প্রতিটা পদক্ষেপই নতুন স্মৃতি তৈরি করছে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমার জন্য দেবিনাকে বেছে নেওয়ার জন্য।'
নিজের জন্মদিন উপলক্ষে মেয়ের সঙ্গে বিশেষ ছবি পোস্ট করেছেন দেবিনা বন্দ্যোপাধ্যায় নিজেও। সঙ্গে লিখেছেন বেশ কিছু আবেগপ্রবণ কথা। জানিয়েছেন, বাস্তবে প্রায় দুটো বছর পর তিনি জন্মদিন উদযাপন করছেন। আর এই বছরের জন্মদিন তাঁর কাছে অনেক বেশি স্পেশাল।
আরও পড়ুন - Karisma Kapoor Update: নতুন 'শুরু', খুশির খবর দিলেন করিশ্মা কপূর
প্রসঙ্গত, গতকালই প্রথম সন্তানের ছবি ও নাম প্রকাশ্যে এনেছেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। একরত্তির প্রথম ছবি, আর নিচে লেখা তার নাম। সোশ্যাল মিডিয়ায় একরত্তি মেয়ের প্রথম ছবি শেয়ার করে নিলেন দেবিনা বন্দ্যোপাধ্যায় (Debina Bonnerjee) ও গুরমিত চৌধুরি (Gurmeet Chowdhury)। সদ্য বাবা-মা হয়েছেন তাঁরা। একরত্তি মেয়ের নাম রাখলেন 'লিয়ানা' চৌধুরি। ছবি দিয়ে মেয়ের নাম ঘোষণা করেন তাঁরা।