এক্সপ্লোর
'লুঙ্গি ডান্স' গানের ছন্দে দীপিকা পাড়ুকোনের এক্সারসাইজ, দেখেছেন?
ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা শেয়ার করেছেন ভিডিওটি। তাতে দেখা যাচ্ছে কঠিন শারীরিক কসরত করছেন দীপিকা।

মুম্বই: জিম করছেন দীপিকা পাড়ুকোন, তাও আবার 'লুঙ্গি ডান্স'গানের ছন্দে। মুহূর্তে ভাইরাল ভিডিও। বলিউডের ফিটনেস-ফ্রিক নায়িকাদের মধ্যে অন্যতম দীপিকা। নিজেকে ফিট রাখতে প্রচণ্ড পরিশ্রম করেন তিনি। সম্প্রতি নেটদুনিয়ায় হইচই ফেলে দিল, ছপক-গার্লের একটি ওয়ার্ক আউট ভিডিও। তাঁর ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা শেয়ার করেছেন ভিডিওটি। তাতে দেখা যাচ্ছে কঠিন শারীরিক কসরত করছেন দীপিকা। কিন্তু দীপিকা শুধু এক্সারসাইজ করেন না, মজা করেই করেন! সে-কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দীপিকার ফিটনেস ট্রেনার। ভোর ৬টায় তোলা হয়েছে এই ভিডিও। কঠিন ব্যায়াম, অথচ গানের তালে খুশি মনে করছেন দীপিকা। তাঁর ফিটনেস ডায়েরি থেকে রইল কয়েক ঝলক।
দীপিকার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ছপাক’ দারুণ প্রশংসা পেয়েছে দর্শকমহলে। প্রযোজক হিসেবে দীপিকা তাঁর পরবর্তী ছবিও ঘোষণা করেছেন। পাণ্ডব পত্নী দ্রৌপদীর দৃষ্টিকোণ থেকে মহাভারতের গল্প বলবে এই ছবি। ‘৮৩’ ছবিতে খুব শিগগিরি রণবীরের বিপরীতে দেখা যাবে দীপিকাকে। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















