এক্সপ্লোর
দীপিকা পাড়ুকোন ও অমৃতা রাও এখন পরস্পরের আত্মীয়, কীভাবে জানেন!
বলিউড তারকা দীপিকা পাড়ুকোনও রণবীর সিংহকে গত সপ্তাহেই মুম্বইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছিল। বলিউডের এই তারকা দম্পতি বিয়ের অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিলেন।

নয়াদিল্লি : বলিউড তারকা দীপিকা পাড়ুকোনও রণবীর সিংহকে গত সপ্তাহেই মুম্বইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছিল। বলিউডের এই তারকা দম্পতি বিয়ের অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিলেন। ওই অনুষ্ঠানে তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরমধ্যে একটি ছবি সবার নজর কেড়ে নিয়েছিল। ওই ছবিতে রণবীরকে স্ত্রী দীপিকার স্যান্ডেল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। এবার ওই বিয়ের অনুষ্ঠানের একটি আকর্ষণীয় তথ্য সামনে এসেছে। আসলে তা ছিল দীপিকার তুতো ভাইয়ের বিয়ে। আর কনে ছিলেন অমৃতা রাওয়ের তুতো বোন। চিরাচরিত কোঙ্কনি প্রথা মেনে বিয়ে সম্পন্ন হয়। ‘বিবাহ’ সিনেমার অভিনেত্রী তাঁর স্বামী আরজে আনমোলের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন।
দীপিকা সম্প্রতি তাঁর আগামী সিনেমা ‘ছপ্পাক’-এর দিল্লিতে শ্যুটিং শেষ করেছেন। আর অমৃতাকে ‘ঠাকরে’ সিনেমায় শেষবার দেখা গিয়েছে।
দীপিকা, রণবীর,অমৃতা ও আনমোল ক্যামেরার সামনে পোজও দিয়েছিলেন। বলিউডের দুই কোঙ্কনি অভিনেত্রী দীপিকা ও অমৃতা এখন পরস্পরের আত্মীয় হলেন। বিয়ের অনুষ্ঠানে দীপিকা ও অমৃতাকে সৌহার্দ্য বিনিময় করতেও দেখা গিয়েছে।View this post on Instagram
দীপিকা সম্প্রতি তাঁর আগামী সিনেমা ‘ছপ্পাক’-এর দিল্লিতে শ্যুটিং শেষ করেছেন। আর অমৃতাকে ‘ঠাকরে’ সিনেমায় শেষবার দেখা গিয়েছে। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















