Deepika-Ranbir: বিলাসবহুল বাংলো কিনে শাহরুখের প্রতিবেশী হচ্ছেন দীপিকা-রণবীর, বাড়িটির দাম কত জানেন?
Deepika Padukone and Ranveer Singh: মা হতে চলেছেন দীপিকা। দিন গুনছেন পরিবারে নতুন সদস্যের আগমনের
কলকাতা: পরিবারে আসতে চলেছে নতুন সদস্য, আর তাই কি জীবনে নতুন পদক্ষেপ নিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহ (Ranveer Singh)? সূত্রের খবর, নতুন বাড়ি কিনেছেন টলিউডের এই পাওয়ার কাপল। আর সেটাও নাকি শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর বাসস্থান মন্নত (Mannat)-এর সামনেই?
শোনা যাচ্ছে, বাবা জগজিৎ সুন্দর সিংহ ভাগনানির সঙ্গে মিলে একটি সমুদ্রমুখী একটি বিলাসবহুল বাংলো কিনেছেন রণবীর। বিলাসবহুল সেই বাংলোর দাম ১১৯ কোটি টাকা। শোনা যাচ্ছে এই বাংলোতেই নাকি আপাতত থাকবেন দীপিকা ও রণবীর। এখানেই নাকি আসতে চলেছে তাঁদের সন্তান। এও শোনা যাচ্ছে, এই বাংলো নাকি শাহরুখ খানের মন্নতের একেবারে পাড়ায়। অর্থাৎ শাহরুখ ও দীপিকা এবার প্রতিবেশী হলেন।
মা হতে চলেছেন দীপিকা। দিন গুনছেন পরিবারে নতুন সদস্যের আগমনের। তার সঙ্গে সঙ্গে কাজ বা পাবলিক অ্যাপিয়ারেন্সেও বজায় রেখেছেন দীপিকা। অন্যদিকে কাজ করছেন রণবীরও। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে রণবীরকে নিয়ে কথা বলতে গিয়ে দীপিকা একটি মজার কথা বলে ফেলেছেন। সেখানে দীপিকা বলেছেন, রণবীর নাকি নিজের বাবা মায়ের থেকেও তাঁকে বেশি ভয় পান। সাক্ষাৎকারে দীপিকাকে প্রশ্ন করা হয়, রণবীরকে সামলানোর জন্য তাঁর মা কখনও দীপিকাকে কোনও টিপস দিয়েছিলেন কি না? হেসে দীপিকা উত্তর দেন, রণবীরের মা তাঁকে কোনও টিপস দেননি তো বটেই, বরং উনি বেশ খুশিই হয়েছিলেন আমি ওকে নিয়ে যাচ্ছি বলে।'
যদিও নতুন বাড়িতে যাওয়া নিয়ে এখনও মুখ খোলেননি দীপিকা বা রণবীর কেউই। সূত্রের খবর যে এই বাড়িতেই সন্তান জন্মের পরেও থাকবেন রণবীর ও দীপিকা। পরিবারে নতুন সদস্য আসার অপেক্ষায় দিন গুনছেন রণবীর ও দীপিকা দুজনেই। জীবনের নতুন একটি অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা। দীপিকার একটি ছবির কাজও বাকি রয়েছে। সন্তান পৃথিবীতে আসার পরেই দীপিকা ফের ছবির কাজ শুরু করবেন।
View this post on Instagram
আরও পড়ুন: Kangana Ranaut: কঙ্গনার কুশপুতুল নিয়ে টানাটানি, উত্তরপ্রদেশে তুমুল বচসায় জড়াল কৃষক-পুলিশ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।