এক্সপ্লোর
Advertisement
বিয়ের তারিখ ঠিক হল রণবীর-দীপিকার!
মুম্বই: বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের প্রেমের সম্পর্ক নিয়ে জোর জল্পনা চলছে। এবার দুজনের বিয়ের দিন পাকা হল। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জানা গেছে, আগামী ২০ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। ইতালিতে বিয়ে হবে। এই অনুষ্ঠানে বাছাই করা কয়েকজনকেই ডাকা হবে। তাঁদের মধ্যে থাকবেন একান্ত ঘনিষ্ঠ এবং বন্ধুবান্ধবরা।
রণবীর ও দীপিকার বিয়ে বেশ কিছুদিন ধরেই টিনসেল টাউনে ছিল সবচেয়ে চর্চার বিষয়। বিয়ে নিয়ে বিভিন্ন ধরনের খবর সামনে এসেছে। কিন্তু বিয়েটা ঠিক কবে হবে, তা নিয়ে স্পষ্ট কিছু খবর ছিল না। এবার একটি সিনেমা সংক্রান্ত ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদন অনুসারে এই গ্র্যান্ড ওয়েডিং হবে ২০ নভেম্বর। প্রতিবেদন অনুসারে, বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন প্রায় ৩০ জন। এই তালিকায় রয়েছেন পরিবারের লোকজন ও খুব ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু।
ইতালিতে বিয়ে হওয়ার পর ভারতের সাড়ম্বরে রিসেপশনের আয়োজন হবে। রণবীর ও দীপিকা তাঁদের বিয়ে সংবাদমাধ্যমের নজর ও প্রচার থেকে দূরে রাখতে চাইছেন। এছাড়াও, দুজনেরই পছন্দের দেশ ইতালি। তাই সেখানেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হলেও দুই তারকার পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।
২০১৩ তে মুক্তিপ্রাপ্ত গলিয়োঁ কি রাসলীলা:রামলীলা সিনেমার সেট থেকেই রণবীর ও দীপিকার ঘনিষ্ঠতার সূত্রপাত। এরপর বিভিন্ন পুরস্কার প্রদান অনুষ্ঠান থেকে শুরু করে সাক্ষাত্কারে তাঁদের একে অপরের প্রতি ভালোবাসার প্রকাশ করতে দেখা গিয়েছে। তাঁদের দুজনের জুটিকে বিভিন্ন সিনেমাতেও দেখা গিয়েছে। শেষবার রূপোলি পর্দায় পদ্মাবত-এ দুজনকে দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তাঁরা দুজনের বেশ জনপ্রিয়। অনুরাগীরা তাঁদের বিভিন্ন ফ্যান পেজ তৈরি করেছেন। অনুরাগীরা এই জুটির নামকরণ করেছেন দীপবীর।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement