এক্সপ্লোর
Advertisement
শাহরুখ, সলমন ও স্বামী রণবীরকে পিছনে ফেলে ২০১৮-র মোস্ট ভ্যালুয়েবল সেলেবদের তালিকায় দ্বিতীয় স্থানে দীপিকা
নয়াদিল্লি: কেরিয়ার ও ব্যক্তিগত জীবনে এখন দারুণ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। নতুন নতুন সাফল্য অর্জন করছেন তিনি। বিগত বিছরের সবচেয়ে বেশি দামী তারকার অন্যতম দীপিকা। সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ডাফ অ্যান্ড ফেলপস সম্প্রতি সেলিব্রিটি ব্র্যান্ড লিস্টের বার্ষিক সূচী প্রকাশ করেছে। এই তালিকায় ১০২ মিলিয়ন ডলার আয় সহ দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা। অর্থাত্, ২০১৮-তে তাঁর মোট রোজগার ছিল ১০২ মিলিয়ন ডলার।
এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। বিগত বছরে তাঁর ব্র্যান্ড ভ্যালু ১০৭.৯ মার্কিন ডলার। ব্র্যান্ড ভ্যালুর বিচারে বিরাট বলিউড তারকাদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন কোহলি। তালিকায় দ্বিতীয় স্থানে কোহলির পরই দীপিকা।
২০১৮-র জানুয়ারিতে দীপিকার ‘পদ্মাবত’ সিনেমা মুক্তি পেয়েছিল। এরপর সারা বছর তাঁর আর কোনও সিনেমা মুক্তি পায়নি। কিন্তু প্রচুর ব্র্যান্ড এনডোর্সমেন্ট করেছেন। দীপিকাই একমাত্র অভিনেত্রী যিনি শুধু বিউটি প্রোডাক্টই নয়, ফ্যাসন, স্বাস্থ্য, খাদিয ও টেকনোলজি সহ বিভিন্ন ক্ষেত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এক নজরে দেখে নেওয়া যাক ওই তালিকা-
২০১৮-র র্যাঙ্ক তারকার নাম আয় ২০১৭-র র্যাঙ্ক
১. বিরাট কোহলি ১০৭.৯ ১
২. দীপিকা পাড়ুকোন ১০২.৫ ৩
৩. অক্ষয় কুমার ৬৭.৩ ৪
৪. রণবীর সিংহ ৬৩.০ ৫
৫. শাহরুখ খান ৬০.৭ ২
৬. সলমন খান ৫৫.৮ ৬
৭. অমিতাভ বচ্চন ৪১.২ ৮
৮. আলিয়া ভট্ট ৩৬.৫ ৯
৯. বরুণ ধবন ৩১.৬ ১০
১০. হৃত্বিক রোশন ৩১.০ ৭
বিগত বছর দীপিকার কাছে একটা গুরুত্বপূর্ণ সময়। একেবারে শুরুতে ‘পদ্মাবত’ সিনেমার সাফল্যে ভর করে বছর শুরু হয়েছিল তাঁর। বছরের শেষটাও খুব ভালো হয় তাঁর। কারণ, বছরের শেষে বলিউড তারকা রণবীর সিংহর সঙ্গে বিয়ে হয় তাঁর।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement