Brahmastra 2: 'ব্রহ্মাস্ত্র ২'তে কি দেখা মিলবে দীপিকার? জানা গেল আসল সত্যিটা
এই তথ্য সত্যি নাকি ভুয়ো, তা নিয়ে জল্পনা চলেছে বিস্তর। আর এবার জানা গেল আসল তথ্য।
মুম্বই: চলতি বছর মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। মুক্তি পাওয়ার পরই প্রেক্ষাগৃহে কার্যত দর্শকদের ঢল নামে। বক্স অফিসেও ঝড় তোলে এই ছবি। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই ছবিকে ঘিরে উন্মাদনার শেষ নেই। ইতিমধ্যেই জানা গিয়েছে, এই ছবিটি বেশ কয়েকটি পার্টে মুক্তি পাবে। প্রথম পার্ট মুক্তি পাওয়ার পর দর্শকদের মধ্যে দ্বিতীয় ভাগকে ঘিরে তৈরি হয়েছে আগ্রহ। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, 'ব্রহ্মাস্ত্র ২'তে (Brahmastra 2) দেখা যেতে চলেছে দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। এই তথ্য সত্যি নাকি ভুয়ো, তা নিয়ে জল্পনা চলেছে বিস্তর। আর এবার জানা গেল আসল তথ্য।
দীপিকা পাড়ুকোন কি থাকছেন 'ব্রহ্মাস্ত্র ২'তে?
সম্প্রতি নেট দুনিয়ায় বেশ কিছু ব্যবহারকারী একাধিক ভিডিও পোস্ট করেছেন। মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারে যে ভিডিও পোস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, একটি শিশুকে কোলে নিয়ে রয়েছেন দীপিকা। বলা হচ্ছে, সেটি 'ব্রহ্মাস্ত্র ২'তে দীপিকার লুক। সদ্য কয়েকদিন আগেই 'ব্রহ্মাস্ত্র' পরিচালক অয়ন মুখোপাধ্যায় জানান যে, ওটিটিতে ছবিটি মুক্তি পাওয়ার পর তাতে বেশ কিছু পরিবর্তন এসেছে। আর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া 'ব্রহ্মাস্ত্র'তেই দেখা মিলেছে দীপিকা পাড়ুকোনের। প্রেক্ষাগৃহে যখন 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পায়, তখন ছবিতে অভিনেত্রী মুখ স্পষ্ট ছিল না। কিন্তু ওটিটিতে মুক্তি পাওয়ার পর তাঁকে দেখা যায় কিছু ঝলক।
আরও পড়ুন - Salman Khan: বক্সার নিখার জারিনের সঙ্গে 'সাথিয়া ইয়ে তুনে কেয়া কিয়া' গানের পুনঃনির্মাণ সলমনের
এক সাক্ষাতকারে অয়ন মুখোপাধ্যায় বলেন, 'যখন আমরা এই ছবির জন্য চরিত্রগুলিকে নিয়ে লিখছি, তখন আমাদের কাছে স্পষ্ট ছিল যে, কোন চরিত্রে কে অভিনয় করবেন। আর আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এই ছবিতে দেশের বেশ কিছু প্রতিভাকে পেয়েছি। শুধু মুখ্য চরিত্রে অভিনয় করা অভিনেতারাই নন, পার্শ্বচরিত্রের ক্ষেত্রেও আমরা এমনই সমস্ত তারকাদের পেয়েছি। পাশাপাশি এই ছবির সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ তাঁদের সহযোগিতা পেয়ে। তাঁদের জন্যই আজ 'ব্রহ্মাস্ত্র' তৈরি হয়েছে।'
প্রসঙ্গত, বিভিন্ন সূত্র অনুযায়ী আগে থেকেই শোনা যাচ্ছিল যে, এই ছবির দ্বিতীয় ভাগে থাকতে পারেন বলিউডের আর এক নামকরা দম্পতি। তাঁরা হলেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। ছবির সঙ্গে জড়িয়ে থাকা এক ঘনিষ্ঠ ব্যক্তি এই প্রসঙ্গে জানাচ্ছেন যে, 'ব্রহ্মাস্ত্র টু' ছবির হাত ধরে এক ছবিতেই স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে রণবীর সিংহ, রণবীর কপূর, দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভট্টকে। প্রথম ছবির চরিত্র অনুযায়ীই দ্বিতীয়ভাগে থাকবেন রণবীর - আলিয়া। অন্যদিকে, তাঁদের সঙ্গে যোগ দেবেন রণবীর সিংহ (Ranveer Singh) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।