Deepika Padukone: অস্কারের মঞ্চে উপস্থিত থাকতে লস এঞ্জেলেসে পাড়ি দিলেন দীপিকা
Deepika Padukone News: অস্কারের মঞ্চে তাঁর উপস্থিত থাকার কথা সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নিয়েছিলেন দীপিকা নিজেই।
![Deepika Padukone: অস্কারের মঞ্চে উপস্থিত থাকতে লস এঞ্জেলেসে পাড়ি দিলেন দীপিকা Deepika Padukone: Deepika Padukone Leaves For Oscars 2023 In A Stylish Avatar, Fans Call It A 'Proud Moment' Deepika Padukone: অস্কারের মঞ্চে উপস্থিত থাকতে লস এঞ্জেলেসে পাড়ি দিলেন দীপিকা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/10/c462c9ebd87439503437352e00e2e5bc167844472058749_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অস্কারের মঞ্চে উপস্থিত থাকতে লস এঞ্জেলেসের উদ্দেশে পাড়ি দিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। শুক্রবার রাতে মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন দীপিকা। তাঁর ছবি দেখে আপ্লুত অনুরাগীরা। লিখলেন, 'আমাদের জন্য গর্বের মুহূর্ত তৈরি হতে যাচ্ছে।'
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ছবি। মোটা ফ্রেমের চশমা পরেছিলেন দীপিকা। হাইনেক টপ, কালো কোট ও ঢিলে ডেনিম পরেছিলেন দীপিকা। পাপারাৎজিদের দেখে হাসিমুখে পোজ দেন দীপিকা। অনেকেই এই মিষ্টি স্বভাবের জন্য দীপিকার অনুরাগী। তাঁকে পাপারাৎজিদের দেখে মেজাজ হারাতে দেখা যায় না প্রায় কখোনোই। এদিনও তার ব্যতিক্রম হল না।
অস্কারের মঞ্চে তাঁর উপস্থিত থাকার কথা সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নিয়েছিলেন দীপিকা নিজেই। তালিকায় রয়েছে ২০২৩-এর অস্কারের মঞ্চে কারা কারা উপস্থিত থাকবেন। সেখানে একমাত্র ভারতীয় হিসেবে নাম ঝলমল করছে দীপিকার। হলিউডের ছবিতে তাঁকে একবারই দেখা গিয়েছে। তবে বিশ্ব জুড়ে তাঁর সাফল্যকে অস্বীকার করতে পারবেন এমন মানুষ নেই।
আরও পড়ুন: Anu Mallick: 'সুপার সিঙ্গার'-এর মঞ্চে অনু মালিকের গলায় বাংলা গান, প্রশংসায় পঞ্চমুখ রানার
এর আগে ফিফার ট্রফি উদ্বোধনের সময় মাঠে উপস্থিত ছিলেন দীপিকা। প্রথম ভারতীয় হিসেবে তিনিই প্রথম ফিফার ট্রফি উদ্বোধন করেছিলেন। আর এবার দেশকে আরও গৌরবান্বিত করতে তাঁর সফর অস্কারের মঞ্চে। এইবছর, ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার ঘোষিত হতে চলেছে আগামী ১২ মার্চ। ভারতে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ১৩ মার্চ, বিকেল সাড়ে ৫টায়।
সদ্য শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম (John Abraham) অভিনীত ছবি 'পাঠান' (Pathaan) গোটা বিশ্বে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। বিদেশে একাধিক জায়গাতেও মুক্তি পেয়েছে এই ছবি। বাংলাদেশে ৮ বছর পরে মুক্তি পেয়েছে 'পাঠান'। অ্যাকশন ফিল্মের আমেজে মজেছিলেন হাজার হাজার অনুরাগীরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)