Anu Mallick: 'সুপার সিঙ্গার'-এর মঞ্চে অনু মালিকের গলায় বাংলা গান, প্রশংসায় পঞ্চমুখ রানার
Anu Mallick News: এখানে একে রানার গানে বিশেষ করে মজলেন অনু। বললেন, 'রানার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। ও যে গানগুলি গায়, সেগুলো সম্পূর্ণ নিজে কম্পোজ করে।'
কলকাতা: বাংলায় এসে তাঁর গলায় বাংলা গান, প্রতিযোগীদের ভূয়সী প্রশংসা। বললেন, 'বাংলায় বার বার আসি, কারণ বাঙালিদের ভালবাসি'। সুপার সিঙ্গারের মঞ্চে বিশেষ অতিথি হয়ে এলেন সঙ্গীতশিল্পী অনু মালিক (Anu Malik)।
চ্যানেলের তরফ থেকে যে ভিডিও শেয়ার করে নেওয়া হয়েছে, সেখানে অনু মালিক বলছেন, 'বাংলা থেকে যে সমস্ত শিল্পী তৈরি হয়, তাঁরা ভীষণ প্রতিভাবান হয়। এই মঞ্চে প্রত্যেকেই প্রতিভাবান। আমি বার বার বাংলায় আসি কারণ বাঙালিদের আমার ভাল লাগে, ভালবাসি তাঁদের।' বিভিন্ন প্রতিযোগীকে গান নিয়ে বিভিন্ন টিপস দিতে দেখা গেল অনু মালিককে। হিন্দি হোক বা বাংলা, প্রতিযোগীদের গানকে একেবারে চুলচেরা বিশ্লেষণ করলেন তিনি।
এখানে একে রানার গানে বিশেষ করে মজলেন অনু। বললেন, 'রানার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। ও যে গানগুলি গায়, সেগুলো সম্পূর্ণ নিজে কম্পোজ করে।' অনুর গলায় শোনা গেল বাংলা গানও। এই মঞ্চেরই বিচারকের আসনে রয়েছেন রূপম ইসলাম। তিনি জানালেন, শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে প্রচুর গল্প করছেন, মজা করছেন অনু মালিক। সব মিলিয়ে খুব মজা করেই হয়েছে শ্যুটিং।
আগের মতোই এই শো-তে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন যীশু সেনগুপ্ত (Jissu Sengupta)। তবে এবার বদল এসেছে বিচারকের প্যানেলে। এবার বিচারক হিসেবে থাকছেন শান (Shaan), মোনালি ঠাকুর (Monali Thakur), ও রূপম ইসলাম (Rupam Islam)। প্রতি সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার রাত সাড়ে ৯টা থেকে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান।
View this post on Instagram