এক্সপ্লোর
Advertisement
দাভোসের মঞ্চে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব প্রসারের জন্য ক্রিস্টাল অ্যাওয়ার্ড দীপিকাকে
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মুকুটে নতুন পালক। সোমবার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা প্রসারের জন্য ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেলেন তিনি।
নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মুকুটে নতুন পালক। সোমবার দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা প্রসারের জন্য ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেলেন তিনি। মার্টিন লুথার কিংয়ের জন্মদিনে এই পুরস্কার পেলেন অভিনেত্রী। পুরস্কার গ্রহণ করতে গিয়ে তাঁর ভাষণে দীপিকা নাগরিক অধিকাররক্ষা আন্দোলনের নেতা মার্টিন লুথারের বক্তব্য উদ্ধৃত করেন। দীপিকা বলেন, মার্টিন লুথার কিংয়ের ভাষায়, পৃথিবীতে যা কিছু করা হয়, তা আশা নিয়েই করা হয়।
২০১৫-র জুন থেকে তাঁর দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন-এর মাধ্যমে ২০১৫ থেকে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে তাঁর মতামত প্রকাশ করতে থাকেন। ফাউন্ডেশন মানসিক অপরিপক্কতা, মানসিক স্বাস্থ্যের বিকার সম্পর্কে সচেনতা প্রসারের কাজ করেছে এবং ট্রেনিংস সেশন, গবেষণা এবং বিশিষ্টদের দিয়ে বক্তৃতার আয়োজন করেছে। দীপিকা বলেছেন, বেঁচে থাকা, ভালোবাসা ও হাসিখুশি থাকা আমার ব্যক্তিগত জীবন দর্শন। যাঁরা চাপ, উদ্বেগ ও অবসাদের শিকার হয়েছেন, তাঁদের প্রত্যেককে সাহায্য করাই ফাউন্ডেশনের লক্ষ্য।View this post on InstagramGRATITUDE!???????? #crystalaward2020 #wef2020 @tlllfoundation
কিছুদিন হল মুক্তি পেয়েছে দীপিকার সিনেমা ছপাক। অ্যাসিড আক্রমণের শিকার লক্ষ্মীর কাহিনীর ভিত্তিতেই এই সিনেমা। ২০০৫-এ প্রত্যাখ্যাত প্রেমিক লক্ষ্মীর ওপর অ্যাসিড হামলা চালিয়েছিল বলে অভিযোগ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement