এক্সপ্লোর
Advertisement
দীপিকা পাড়ুকোনের কানের সাজ তুলনা হচ্ছে ডাইনোসরের সঙ্গে, হাসিতে ফেটে পড়েছে টুইটার
মুম্বই: রণবীর সিংহের দীপিকা পাড়ুকোনের কান চলচ্চিত্র উৎসবের সাজ দারুণ পছন্দ হয়েছে। বান্ধবীর ছবি দেখে ইনস্টাগ্রামে প্রশংসায় ফেটে পড়েছেন তিনি। কিন্তু টুইটার দুনিয়া অতটা মুগ্ধ নয়। দীপিকার সাজপোশাকের সঙ্গে বরং ডাইনোসরের মিল পেয়েছে তারা।
ফ্রিল দেওয়া গোলাপি গাউন পরে কানের লাল কার্পেটে হাঁটেন দীপিকা, সেই গাউনে আবার ডানার মত হাতা। তার সামনে পা খোলা কিন্তু পিছনে দীর্ঘ, ভারী ঘের। দেখে টেখে টুইটার বলছে, অন্য কিছু নয়, জুরাসিক পার্কের সেই বিষ ছেটানো হিংস্র ডাইনোসর ডাইলোফোসরাস থেকে দীপিকা অনুপ্রেরণা পেয়েছেন!
[embed]https://twitter.com/DocGirl720/status/995216374472601600?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Fwww.ibtimes.co.in%2Fdeepika-padukones-cannes-look-compared-dinosaur-has-internet-splits-769043&tfw_site=ibtimes_india[/embed]
[embed]https://twitter.com/Preejashini/status/995140097497419777?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Fwww.ibtimes.co.in%2Fdeepika-padukones-cannes-look-compared-dinosaur-has-internet-splits-769043&tfw_site=ibtimes_india[/embed]
ভাল করে দেখলে বুঝবেন, খুব একটা ভুলও বলছে না টুইটার। ১৯৯৩-এর ওই ছবিতে বিষ থুতু ছেটানো ডাইলোফোসরাস গিলে খেয়েছিল কম্পিউটার প্রোগ্রামার ডেনিস নেড্রিকে। তার সঙ্গে দীপিকার পোশাকের মিল চোখে পড়ার মত।
দীপিকার ড্রেস সেন্স অবশ্য এর আগেও সমালোচিত হয়েছে। ২০১৬-র এমটিভি এমা ও অল্পদিন আগে নিউ ইয়র্কে মেট গালা-তেও তাঁর পোশাকআশাক দেখে মুখ বেঁকিয়েছিলেন সমালোচকরা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement