এবার দীপিকা-অভিনীত ‘ছপাক’-কে করমুক্ত ঘোষণা রাজস্থানের
মেঘনা গুলজার পরিচালিত ছবিকে করমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবার গভীর রাতে।

জয়পুর: মধ্যপ্রদেশ ও ছত্তিসগড় সরকারের সিদ্ধান্ত অনুসরণ করে এবার দীপিকা পাদুকোন অভিনীত ‘ছপাক’ ছবিকে করমুক্ত ঘোষণা করল আরেক কংগ্রেস-শাসিত রাজ্য রাজস্থান। মেঘনা গুলজার পরিচালিত ছবিকে করমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবার গভীর রাতে। শনিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ট্যুইটারে লেখেন, ‘ছপাক’-কে করমুক্ত ছবি ষোষণা করতে পেরে আমারা খুশি। করের আওতা থেকে এই ছবিকে বাদ দেওয়ার বিষয়টিকে মানুষ স্বাগত জানিয়েছে। এটা অনেকের চোখ খুলে দেবে।
শুক্রবারই মুক্তি পেয়েছে ‘ছপাক’। তার আগেই, বৃহস্পতিবার ছবিকে করমুক্ত ঘোষণা করে কংগ্রেস-শাসিত দুই রাজ্য -- মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়। ছবিটি অ্যাসিড হামলার শিকার হওয়া লক্ষ্মী অগ্রবালের জীবনের ওপর ভিত্তি করে তৈরি।#Chhapaak फिल्म को हमने #Rajasthan में टैक्स फ्री किया है। इसे लोगों ने वेलकम किया है। ये आंखें खोलने वाली फिल्म साबित होगी और मैं समझता हूं कि लोग educate हो पाएंगे। pic.twitter.com/cny6BmHE2q
— Ashok Gehlot (@ashokgehlot51) January 11, 2020






















