Deepika Ranveer: সোশ্যাল মিডিয়ায় ভাঙনের জল্পনা! আলিবাগে একান্তে দীপিকার সঙ্গে জন্মদিন কাটিয়ে এলেন রণবীর
Deepika Ranveer Chemistry : আলিবাগে জন্মদিন উদযাপনের পরে মুম্বইয়ের বাড়িতে ফিরে আসেন দীপিকা ও রণবীর। সামনেই রণবীরের ছবি মুক্তি, তার আগে রয়েছে প্রচারের ব্যস্ততাও।
মুম্বই: তাঁদের সম্পর্কে নাকি ভাঙন ধরেছে? সোশ্যাল মিডিয়া যখন রণবীর সিংহের (Ranbir Singh)-এর জন্মদিনে উপচে পড়ছে শুভেচ্ছাবার্তায়, তখন এক্কেবারে নীরব ছিলেন স্ত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তবে সোশ্যাল মিডিয়া যে জীবনের একটা অংশ কেবল, সবটা নয়, তা বারে বারে প্রমাণ করে দেন এই জুটি। যখন সোশ্যাল মিডিয়া মেতেছিল তাঁদের সম্পর্কের ভাঙনের চর্চায়, তখন আলিবাগে একান্তে জন্মদিন উদযাপন করছিলেন দীপভীর।
সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি ছবি শেয়ার করে নিয়েছেন রণবীর। ইনস্টাগ্রাম স্টেটাসে সাদা-কালো ছবি শেয়ার করে নিয়ে রণবীর সবাইকে ধন্যবাদ জানিয়েছেন জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য। আর রণবীরের সঙ্গে এই ছবিতে ঝলমল করছেন আর কেউ নয়, তাঁর স্ত্রী দীপিকা। সঙ্গে তাঁর সেই মোহময়ী মুক্ত ঝরানো হাসি। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা নয়, বরং বাস্তব রণবীরের জন্মদিনটা জুড়ে থাকাই বেশি পছন্দ দীপিকার।
গতকাল অর্থাৎ রবিবার রাতে, আলিবাগে জন্মদিন উদযাপনের পরে মুম্বইয়ের বাড়িতে ফিরে আসেন দীপিকা ও রণবীর। সামনেই রণবীরের ছবি মুক্তি, তার আগে রয়েছে প্রচারের ব্যস্ততাও। তার মধ্যেই টুকরো ছুটি বের করে একান্তে জন্মদিন উদযাপন করে এলেন রণবীর, সঙ্গী হলেন প্রিয় মানুষই।
কর্ণ জোহরের নতুন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে জুটি বেঁধেছেন আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর সিংহ (Ranveer Singh)। পাঞ্জাবী রানধাওয়া পরিবারের সন্তান রকি। অন্যদিকে বাঙালি চট্টোপাধ্যায় পরিবারের সন্তান রানি। একেবারে দুই ভিন্ন ধরনের চরিত্রের মানুষ হওয়া সত্ত্বেও একে অপরের প্রেমে পড়ে রকি আর রানি। কিন্তু তাঁদের প্রেম কাহিনিকে পরিণতি দিতে মরিয়া চেষ্টা দু'জনের। সব শেষে তাঁরা এই সিদ্ধান্তে উপনীত হন যে তিন মাস করে তাঁরা একে অপরের বাড়িতে থাকবে। অর্থাৎ 'স্যুইচ' অপারেশন। যদি এই তিন মাস তাঁরা টিকে যেতে পারেন, তাহলে বিয়ের পরের পঞ্চাশ বছরও নির্বিঘ্নে কাটাতে পারবেন। তবে ট্রেলারের বিভিন্ন অংশ দেখে বেশ বোঝা যাবে দুই পরিবারের কেউই একে অপরকে পছন্দ করছেন না। দুই মেরুর পরিবার কি এই বিয়েতে মত দেবে? হাসি মজার মোড়কে প্রেম, ভালবাসা, লড়াই, মন ভাঙার গল্প বলবে কর্ণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি'।
আরও পড়ুন: Swarnendu-Shruti: লাল গোলাপে মোড়া নতুন জীবনের সূচনা, বিয়ে করলেন স্বর্ণেন্দু-শ্রুতি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial