Swarnendu-Shruti: লাল গোলাপে মোড়া নতুন জীবনের সূচনা, বিয়ে করলেন স্বর্ণেন্দু-শ্রুতি
Swarnendu-Shruti Married: নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই রাখঢাক করেননি স্বর্ণেন্দু-শ্রুতি। সম্পর্ক থেকে শুরু করে সৌন্দর্য্য, শ্রুতি যত সমালোচিত হয়েছেন, ততই যেন কঠিন হয়েছেন।
কলকাতা: টলিপাড়ায় আরও এক প্রেম পরিণতি পাওয়ার গল্প। বিয়ে করলেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddhar)। এদিন সামাজিক এবং আইনি বিয়েই সেরেছেন তাঁরা। বিয়ে যাবতীয় খবর গোপনই রেখেছিলেন 'রাঙা বউ' ও পরিচালক।
৯ তারিখ, রবিবার অনেকটা রাতে সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের খবর জানান শ্রুতি ও স্বর্ণেন্দু নিজেই। তবে নিজেদের কোনও ছবি শেয়ার করেননি তাঁরা। কেবল ফেসবুকের Got Married স্টেটাস আপডেট দিয়েছেন টলিপাড়ার এই জুটি। নিজের নামের শেষে স্বর্ণেন্দুর পদবি সমাদ্দারও জুড়ে নিয়েছেন শ্রুতি। অন্যদিকে স্বর্ণেন্দুও শ্রুতির সঙ্গে বিবাহের খবর শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
নিজেদের ছবি শেয়ার না করলেও একটি কেকের ছবি শেয়ার করে নিয়েছেন শ্রুতি। লাল গোলাপে সাজানো বড় সাদা কেকের ওপর লেখা 'জাস্ট ম্যারেড' (Just Married)। নিচে লেখা রয়েছে স্বর্ণেন্দু ও শ্রুতির নাম। সোশ্যাল মিডিয়ায় মধ্যরাতে এই ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছাবার্তার ঝড়। অনুরাগী থেকে শুরু করে সহকর্মী, বন্ধুরা, সবাই শুভেচ্ছা জানিয়েছেন নতুন এই জুটিকে।
সোশ্যাল মিডিয়ায় শ্রুতি কেকের ছবি শেয়ার করে নিয়ে লিখেছেন, 'মিস টু মিসেস' (Miss to Mrs.)। বর্তমানে ধারাবাহিক 'রাঙা বউ' (Ranga Bou)-তে মুখ্যভূমিকায় অভিনয় করছেন শ্রুতি। তাঁর চরিত্রের নাম পাখি। অন্যদিকে এই ধারাবাহিকেরই পরিচালকের দায়িত্বে রয়েছেন স্বর্ণেন্দু।
তবে তাঁদের প্রেম এই ধারাবাহিক থেকে নয়। ধারাবাহিক 'ত্রিনয়নী' -তে প্রথমবার একসঙ্গে কাজ করেন শ্রুতি ও স্বর্ণেন্দু। সেই ধারাবাহিকের সেট থেকেই প্রেম। নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই রাখঢাক করেননি স্বর্ণেন্দু-শ্রুতি। একাধিকবার বিভিন্ন কারণে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের স্বীকার হতে হয়েছিল শ্রুতিকে। সম্পর্ক থেকে শুরু করে সৌন্দর্য্য, শ্রুতি যত সমালোচিত হয়েছেন, ততই যেন কঠিন হয়েছেন। দৃঢ় হয়েছে তাঁদের সম্পর্ক।
সোশ্যাল মিডিয়ায় বারে বারে দ্ব্যর্থহীন ভাষায় শ্রুতি জানিয়েছিলেন, তাঁর কাছে ভালবাসাই আসল। সবসময় জানিয়েছেন, কীভাবে তিনি সমস্ত কাজে পাশে পেয়েছেন পরিবার ও প্রেমিক স্বর্ণেন্দুকে। সেই প্রেমিকের সঙ্গেই অবশেষে আইনি বিয়ে সারলেন শ্রুতি। ধারাবাহিক চলাকালীনই নতুন জীবন শুরু হল স্বর্ণেন্দু-শ্রুতি। এবিপি লাইভের (ABP Live)-এর পক্ষ থেকে নতুন জুটিকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা।
View this post on Instagram
আরও পড়ুন: Dev: সৌমিতৃষার 'প্রধান' হওয়ার জন্য় দিনরাত কসরত করছেন দেব
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial