Dev-Rukmini Update: 'ল্যান্ড অফ থার্মাল গিজার' থেকে দীপাবলির শুভেচ্ছা পাঠালেন দেব-রুক্মিণী
Dev-Rukmini Diwali Wishes: আইসল্যান্ড থেকে অনুরাগীদের উদ্দেশে দীপাবলির শুভেচ্ছা পাঠালেন অভিনেতা দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র। থার্মাল গিজারের সামনে দাঁড়িয়ে ইনস্টাগ্রামে পোস্ট করলেন ভিডিও।
![Dev-Rukmini Update: 'ল্যান্ড অফ থার্মাল গিজার' থেকে দীপাবলির শুভেচ্ছা পাঠালেন দেব-রুক্মিণী Dev And Rukmini Maitra sends Diwali Wishes from the land of Thermal Geysir Dev-Rukmini Update: 'ল্যান্ড অফ থার্মাল গিজার' থেকে দীপাবলির শুভেচ্ছা পাঠালেন দেব-রুক্মিণী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/05/abf363329f81c722d94110b89c055e27_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বেশ কিছুদিন হল আইসল্যান্ডে ঘুরতে গেছেন দেব-রুক্মিণী। মেরু প্রদেশ থেকে পোস্ট করছেন একের পর এক ছবি। দেব ও রুক্মিণী, দুই জনের সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে আইসল্যান্ডের নয়নাভিরাম ছবি। এবার সেখান থেকেই দুই অভিনেতা অনুরাগীদের উদ্দেশে দীপাবলির শুভেচ্ছা পাঠালেন।
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন টলি স্টার দেব। থার্মাল গিজারের সামনে দেখা গেল দেবকে। একটি স্লো মোশন ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'শুভ দীপাবলি। থার্মাল গিজার, আগ্নেয়গিরি, বরফ, হিমবাহ, জলপ্রপাত, মেরুজ্যোতি, ভূমিকম্পের দেশ থেকে।' পোস্টের কমেন্টে অনুরাগীদের প্রশংসা।
View this post on Instagram
অন্যদিকে প্রায় একই জায়গা থেকে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ক্যাপশনে লিখেছেন, 'শুভ দীপাবলি! আশা করছি তোমরা সকলে খুব মজা করবে! ভালবাসা, সৌভাগ্য ও আলো!' এরপর একটি জলপ্রপাতের সামনে থেকেও অনুরাগীদের উদ্দেশে দীপাবলির শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন অভিনেত্রী। একইসঙ্গে তাঁর 'সনক' ছবিটিকে ভালবাসার জন্যও ধন্যবাদ জানিয়েছেন অনুরাগীদের।
আরও পড়ুন: Bigg Boss 15: 'বিগ বস ১৫'-র প্রোমোয় আবেগপ্রবণ বাবা, ভিডিও দেখে কেঁদে ভাসাল জয় ভানুশালীর মেয়ে তারা
View this post on Instagram
View this post on Instagram
আরও পড়ুন: Nikhil Ritabhari Update: ঋতাভরীর স্কুলে হাজির নিখিল, ছোটদের উপহার দিলেন পোশাক
অন্যদিকে কালীপুজোর পুণ্যতিথিতে মুক্তি পেয়েছে দেবের পরবর্তী ছবির প্রথম লুক। আসছে তারকার নতুন ছবি 'রঘু ডাকাত'। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে স্বয়ং দেবকে। 'গোলন্দাজ' ছবির পর ফের একবার ধ্রুব বন্দোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করবেন দেব। 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স' ও 'শ্রী ভেঙ্কটেশ ফিল্মস'-এর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)